স্পোর্টস ডেস্কঃ ফ্রান্সের প্যারিসে জমকালো আয়োজনের মধ্য দিয়ে আয়োজিত হচ্ছে এবারের ব্যালন ডি’র পুরস্কার বিতরনী। পুরুষ সেরা ফুটবলার এখনো ঘোষণা করা হয়নি। তবে নারী সেরা ফুটবলার নির্বাচিত হয়েছে অ্যালেক্সা পুতেলাস। একই সঙ্গে প্রথম নারী ফুটবলার হিসেবে টানা দুইবার ব্যালন ডি’অ জয়ের রেকর্ড গড়েছেন এই স্প্যানিশ ফুটবলার। বার্সেলোনার নারী দলের অধিনায়ক অ্যালেক্স পুতেলাস। অভিজ্ঞ এই মিডফিল্ডার গত মৌসুমে বার্সেলোনার হয়ে দারুণ সময় কাটিয়েছেন। তারই স্বীকৃতি স্বরূপ টানা দ্বিতীয় বার ব্যালন ডি’অর জিতলেন বার্সেলোনার স্প্যানিশ তারকা। ২০১২ সাল থেকে বার্সেলোনার হয়ে খেলছেন পুতেলাস। এবার টানা তৃতীয় বার স্প্যানিশ লিগ শিরোপা জিতেছে বার্সেলোনা নারী দল। সঙ্গে জিতেছে ঘরোয়া ট্রেবলও। করেছেন ১৮ গোল। তবে ইনজুরিও ভুগিয়েছে এই ফুটবলারকে। ইনজুরির কারণে লম্বা সময় থাকতে হয়েছে মাঠের বাইরে। তবে আগামী মৌসুমে ইনজুরি কাটিয়ে নতুন ভাবে ঘুরে দাড়াতে চান পুতেলাস।