News71.com
 Bangladesh
 26 Jun 24, 09:08 AM
 27           
 0
 26 Jun 24, 09:08 AM

সীমান্তের ওপারে বিস্ফোরণ॥কাঁপছে টেকনাফ

সীমান্তের ওপারে বিস্ফোরণ॥কাঁপছে টেকনাফ

 

 

 

নিউজ ডেস্ক: মিয়ানমারের রাখাইন সীমান্তে একের পর এক মর্টারশেল ফায়ার ও হেলিকপ্টার থেকে ছোঁড়া গুলির শব্দে কাঁপছে টেকনাফ সীমান্ত। মঙ্গলবার (২৫ জুন) সকাল থেকে টেকনাফ সীমান্ত জেটিঘাটে ওপারের গোলাগুলি বিকট শব্দ ভেসে আসছে।  জেটিঘাটের বাসিন্দা মো. মোকাদের বলেন, কয়েকমাস ধরে মর্টারশেল ও গুলির শব্দে টেকনাফ জেটিঘাট এলাকায় অবস্থান করা যাচ্ছে না। কিছুদিন ফায়ার বন্ধ ছিল। মঙ্গলবার সকাল থেকে আবারও রাখাইনের মংডু টাউনশিপের কাদিরবিল, কাউয়ার বিল ও প্যারানপুর গ্রামে চলা ফায়ারের শব্দ ভেসে আসছে। মাঝেমধ্যেই দেখা যাচ্ছে হেলিকপ্টার থেকে ছোঁড়া হচ্ছে গোলা। টেকনাফ পৌরসভার প্যানেল মেয়র মুজিবুর রহমান জানান, মিয়ানমার রাখাইনের ঘটনায় এপারের সাধারণ মানুষ কষ্টে জীবন পার করছে। তারা ঠিকমত কাজেও যেতে পারছে না।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন