News71.com
 Bangladesh
 26 Jun 24, 09:08 AM
 31           
 0
 26 Jun 24, 09:08 AM

উৎপাদনে যাচ্ছে সিরাজগঞ্জের সৌরবিদ্যুৎ কেন্দ্র॥

উৎপাদনে যাচ্ছে সিরাজগঞ্জের সৌরবিদ্যুৎ কেন্দ্র॥

 

 

 

 

নিউজ ডেস্ক:  প্রকল্পের মেয়াদ শেষ হওয়ার আগেই চলতি জুন মাসেই উৎপাদনে যাচ্ছে সিরাজগঞ্জের ৬৮ মেগাওয়াট সৌরবিদ্যুৎ কেন্দ্র। এ বছরের ৯ জুলাই পর্যন্ত প্রকল্পের মেয়াদ থাকলেও ১০ দিন আগেই উৎপাদনে যাচ্ছে বিদ্যুৎ কেন্দ্রটি। এটি চালু হলে জাতীয় গ্রিডে যোগ হবে ৬৮ মেগাওয়াট বিদ্যুৎ। প্রতি কিলোওয়াট ১১.২ টাকায় কিনে নেবে পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড (পিডিবি)। আগামী ৩০ জুন এই সৌরবিদ্যুৎ প্রকল্পটির সিওপিতে (কমার্শিয়াল অপারেশন ডেট) যাবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।সরেজমিনে জানা যায়, বঙ্গবন্ধু সেতু ও নির্মাণাধীন বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে সেতুর পশ্চিম পাড়ে যমুনা নদীর অববাহিকায় বাংলাদেশের এনডাব্লিউপিজিসিএল (নর্থ-ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি লি.) এবং চীনের সিএমসি (চায়না ন্যাশনাল মেশিনারি ইমপোর্ট অ্যান্ড এক্সপোর্ট করপোরেশন) যৌথভাবে প্রকল্পটি বাস্তবায়ন করছে। ‘সিরাজগঞ্জ ৬৮ মেগাওয়াট সোলার পার্ক’ নামে এই প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ৮০ মিলিয়ন ডলার অর্থাৎ ৮৮০ কোটি টাকা। প্রকল্প এলাকায় স্লোপ প্রটেকশন কাজ সম্পন্ন করার পর যমুনা নদীর পাড়ে পরিত্যক্ত অকৃষি জমির ওপর সারিবদ্ধভাবে সাজানো হয়েছে বড় বড় আকৃতির সোলার প্যানেল।পাশেই কনস্ট্রাকশন ভবনগুলোর নির্মাণকাজও শেষ পর্যায়ে রয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন