News71.com
 Bangladesh
 03 Jul 24, 09:49 AM
 25           
 0
 03 Jul 24, 09:49 AM

যেকোনো মূল্যে দুর্নীতি-অর্থ পাচার বন্ধ করতে হবে॥ হাইকোর্ট

যেকোনো মূল্যে দুর্নীতি-অর্থ পাচার বন্ধ করতে হবে॥ হাইকোর্ট

 

নিউজ ডেস্কঃ যেকোনো মূল্যে দুর্নীতি-অর্থ পাচার বন্ধ করতে হবে। এগুলো সুশাসন ও উন্নয়নের অন্তরায়। সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে। ঘরে ঘরে আন্দোলন গড়ে তুলতে হবে। দুর্নীতি বন্ধ করতে হবে। শুধু সরকারের ওপর নির্ভর করলে চলবে না। একে আন্দোলনে পরিণত করতে হবে। আজ মঙ্গলবার সরকারি চাকরিজীবী ও তাঁদের পরিবারের সদস্যদের সম্পদ বিবরণীর ঘোষণা এবং তা প্রকাশ সংক্রান্ত রিটের শুনানিতে হাইকোর্ট এসব কথা বলেন। বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী ইবাদত হোসেনের বেঞ্চে এই রিটের শুনানি হয়।


হাইকোর্ট বলেন, ‘ভারতে সরকারি চাকরিজীবীদের জন্য সম্পদ বিবরণী সংক্রান্ত আইন আছে। চাকরিতে যোগ দেওয়া এবং অবসরে যাওয়ার সময় হিসাব দিতে হয়। দুই হিসাবের মধ্যে ১০ শতাংশের বেশি পার্থক্য হলেই মামলা হয়। আমাদের এখানে অনেকেই অঢেল সম্পদের মালিক হয়ে গেছেন। যেটা বাঞ্ছনীয় নয়।’ শুনানিতে রিটকারী আইনজীবী সুবীর নন্দী দাস বলেছেন, ‘রুলস অনুযায়ী অনুমতি ছাড়া ভবনও করা যায় না, অথচ তাঁরা রিসোর্ট করছেন। সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা দেওয়া হয় জনগণের করের টাকা থেকে। রাজস্বের ৪৩ শতাংশ খরচ করা হয় তাঁদের বেতন-ভাতা বাবদ। তাহলে আমাদের কেন জানার অধিকার থাকবে না তাঁদের কী সম্পদ আছে?’

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন