বিনোদন ডেস্কঃ ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা নিশোর জন্মদিন আজ, ৮ ডিসেম্বর। তার পুরোনাম আফরান নিশো। বহুমাত্রিক চরিত্রে অভিনয় করে দর্শক-পরিচালক-সহকর্মী-প্রযোজক’সহ সবার কাছে থেকে ভূয়সী প্রশংসা কুড়িয়েছেন সময়ের দর্শকপ্রিয় অভিনেতা নিশো।
২০০৩ সালে বিজ্ঞাপনচিত্রে কাজ করার মাধ্যমে মিডিয়ায় নিশোর যাত্রা শুরু হয়। সেই সময়ই আফজাল হোসেনের প্রতিষ্ঠান টকিজ স্ক্রিন টেস্ট দেওয়ার জন্য ডাকও পান তিনি। থাইল্যান্ডে গিয়ে ডাবল কোলা ব্র্যান্ডের জিনি জিনজার ফ্লেভারের একটি বিজ্ঞাপনচিত্রে অংশ নেন তিনি।
এরপরে গাজী শুভ্র, গোলাম হায়দার কিসলু, কিরন মেহেদী প্রমুখ খ্যাতনামা পরিচালকের পরিচালনায় তিনি বিজ্ঞাপনে কাজ করেছেন।
২০০৬ সালে গাজী রাকায়াতের পরিচালনায় ঘরছাড়া নাটকের মধ্য দিয়ে নাটকে আসেন নিশো। তার অভিনীত উল্লেখযোগ্য নাটক হল- আঁধার ও আলো, পেণ্ডুলাভ, চলো না বৃষ্টিতে ভিজি, কায়াকর, লোটাকম্বল, বিয়ে পাগল ইত্যাদি।
উল্লেখ্য, সম্প্রতি শূণ্যতা শিরোনামের একটি নাটকে কাজ করলেন নিশো।