স্পোর্টস ডেস্কঃ আগামী ১৯ ফেব্রুয়ারি পর্দা উঠবে মিনি বিশ্বকাপ খ্যাত চ্যাম্পিয়নস ট্রফির। টুর্নামেন্টের দ্বিতীয় দিন অর্থাৎ ২০ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে আসর শুরু করবে বাংলাদেশ। তবে মূল লড়াইয়ের আগে মুখোমুখি হতে পারে এশিয়ার এই দুই দল।ভারতীয় সংবাদমাধ্যম দৈনিক জাগরণ এক প্রতিবেদনে বলছে, আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির আগে বাংলাদেশের মুখোমুখি হতে পারে ভারত। অর্থাৎ, আসল লড়াইয়ের আগে মহড়া। যদিও দুই দলের প্রস্তুতি ম্যাচটি কবে হতে পারে, তা জানানো হয়নি। আইসিসি যেকোনো বৈশ্বিক প্রতিযোগিতার আগে এক বা দুইটি প্রস্তুতি ম্যাচের আয়োজন করে থাকে। এতে দলগুলো আয়োজক দেশের কন্ডিশন সম্পর্কে স্বচ্ছ ধারণা ও সম্ভাব্য সেরা প্রস্তুতি নিতে পারে। কিন্তু সম্প্রতি কয়েকটি সংবাদমাধ্যম জানিয়েছিল, চ্যাম্পিয়নস ট্রফির আগে বেশির ভাগ দলের ঠাসা সূচি ও হাইব্রিড মডেলে টুর্নামেন্ট আয়োজনের কারণে এবার প্রস্তুতি ম্যাচ না–ও থাকতে পারে।