News71.com
 Sports
 01 Nov 22, 05:07 PM
 296           
 0
 01 Nov 22, 05:07 PM

আমরা ভারতকে হারালে আপসেট হবে।। সাকিব

আমরা ভারতকে হারালে আপসেট হবে।। সাকিব

স্পোর্টস ডেস্কঃ চলতি বিশ্বকাপের অন্যতম ফেভারিট দল ভারত। শিরোপা লড়াইয়ের জন্যই অস্ট্রেলিয়া গিয়েছে তারা। অন্যদিকে বাংলাদেশ বিশ্বকাপের আগে ধুঁকেছে অনেকদিন। বিশ্বকাপে নেদারল্যান্ডস ও জিম্বাবুয়ের বিপক্ষে জিতলেও পুরোপুরি সন্তোষজনক ছিল না পারফরম্যান্স।  বুধবার বাংলাদেশের প্রতিপক্ষ ভারত। বিশ্বকাপে দলের জন্য সবচেয়ে বড় ম্যাচ হওয়ার কথা এটিই। ভারতের বিপক্ষে মাঠে নামার আগে বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান অবশ্য মনে করিয়ে দিয়েছেন বাস্তবতা। তিনি বলছেন, ভারত বিশ্বকাপ জিততে এসেছে, তারা ওই লক্ষ্যে যাননি।  সাকিব বলেছেন, ‘ভারত ফেভারিট দল, তারা এখানে বিশ্বকাপ জিততে এসেছে। আমরা ফেভারিট না, বিশ্বকাপ জিততেও আসিনি। আপনি পরিস্থিতি বুঝতে পারছেন। আমরা এটা ভালোভাবেই জানি, যদি ভারতকে হারাই সেটা হবে আপসেট; আমরা নিজেদের সেরা ক্রিকেট খেলে সেটাই করতে চাই।’ ভারতের সঙ্গে বাংলাদেশের সাম্প্রতিক লড়াইগুলো হয় বেশ রোমাঞ্চকর। কয়েকটি ম্যাচে কাছাকাছি গিয়েও জিততে পারেনি বাংলাদেশ। অস্ট্রেলিয়াতেই ওয়ানডে বিশ্বকাপে ভারতের সঙ্গে ম্যাচে ছড়িয়েছিল বেশ রোমাঞ্চ। 

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন