News71.com
 Bangladesh
 18 Nov 18, 12:52 PM
 222           
 0
 18 Nov 18, 12:52 PM

ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার “সি” ও “ডি” ইউনিটে ফলাফল প্রকাশ  

ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার “সি” ও “ডি” ইউনিটে ফলাফল প্রকাশ   

নিউজ ডেস্কঃ ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ২০১৮-১৯ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) ১ম বর্ষের ভর্তি পরীক্ষায় ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদভুক্ত “সি” ও “ডি” ইউনিটের ফল প্রকাশ করা হয়েছে। আজ রবিবার দুপুরে প্রশাসন ভবনস্থ উপাচার্যের কার্যালয়ে দুই ইউনিটের সমন্বয় কমিটির সদস্যরা উপাচার্য অধ্যাপক ড. রাশিদ আসকারীর কাছে এ ফল হস্তান্তর করেন। ফলসহ অন্যান্য তথ্য বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইট (http://www.iu.ac.bd) থেকে পাওয়া যাবে।

জানা যায়, এবছর “ডি” ইউনিটে ৫৫০টি আসনের বিপরীতে আবেদন করে ১৮ হাজার ৩৬৮ জন শিক্ষার্থী। এদের মধ্যে পরীক্ষায় অংশ নেয় ১৫ হাজার ৭৩৮ জন। পাশ করে ৫৩১ জন। মোট পাশের হার ৫.৮৪ শতাংশ। এছাড়া “সি”’ ইউনিটে ৪৫০টি আসনের বিপরীতে আবেদন করে ৭ হাজার ১৫২ জন শিক্ষার্থী। এদের মধ্যে পরীক্ষায় অংশ নেয় ৫ হাজার ৯৬৪ জন। পাশ করে ৩০৫ জন। মোট পাশের হার ৫.১১ শতাংশ। ফলাফল হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. শাহিনুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সেলিম তোহাসহ উভয় অনুষদভুক্ত বিভাগের সভাপতিবৃন্দ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন