News71.com
 Bangladesh
 25 Apr 24, 11:49 PM
 33           
 0
 25 Apr 24, 11:49 PM

সরকারী লোভনীয় চাকরী নিয়ে পদত্যাগ করেছেন বাংলাদেশ ব্যাংকের ৫৭ কর্মকর্তা॥

সরকারী লোভনীয় চাকরী নিয়ে পদত্যাগ করেছেন বাংলাদেশ ব্যাংকের ৫৭ কর্মকর্তা॥

নিউজ ডেস্কঃ সিভিল সার্ভিসসহ সরকারি বিভিন্ন লোভনীয় পদে চাকরী পেয়ে সম্প্রতি চাকরী ছেড়েছেন বাংলাদেশ ব্যাংকের ৫৭ জন প্রথম শ্রেণির কর্মকর্তা। যদিও বিষয়টি নিয়ে জলঘোলা করে নানান বিভ্রান্তিমুলক প্রচার হচ্ছে ফেসবুকসহ বিভিন্ন মিডিয়ায়। গত মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের এক অফিস আদেশে জানানো হয়েছে মূলত বাংলাদেশ সিভিল সার্ভিসসহ (বিসিএস) অন্য চাকরিতে যোগ দিতেই এসব কর্মকর্তা কেন্দ্রীয় ব্যাংকের চাকরিতে ইস্তফা দিয়েছেন। পদত্যাগকারীদের মধ্যে একজন উপপরিচালক, ৫৫ জন সহকারী পরিচালক ও একজন কর্মকর্তা রয়েছেন ।

বাংলাদেশ ব্যাংকের অফিস আদেশে জানানো হয়েছে পদত্যাগকারীদের মধ্যে ৪৮ জনের পদত্যাগ কার্যকর হয়েছে আজ বৃহস্পতিবার। এ ছাড়া গত ৩১ মার্চ, ১৫ ও ১৬ এপ্রিল একজন করে, ১৮ এপ্রিল দু’জন এবং ২১ এপ্রিল চারজনের পদত্যাগ কার্যকর হয়েছে। চাকরি ছেড়ে যাওয়া এসব কর্মকর্তা বেশিরভাগই কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কার্যালয়ের বিভিন্ন বিভাগে কর্মরত ছিলেন। এ ছাড়া খুলনা ও বরিশাল অফিসে তিনজন করে, সিলেট অফিসে দু’জন, মতিঝিল, চট্টগ্রাম ও রংপুর অফিসে একজন করে কর্মরত ছিলেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন