News71.com
 Bangladesh
 01 Dec 20, 07:28 PM
 202           
 0
 01 Dec 20, 07:28 PM

বিজয় দিবসে উন্মুক্ত স্থানে অনুষ্ঠান করা যাবে না।। স্বরাষ্ট্রমন্ত্রী

বিজয় দিবসে উন্মুক্ত স্থানে অনুষ্ঠান করা যাবে না।। স্বরাষ্ট্রমন্ত্রী

নিউজ ডেস্কঃ করোনার ঝুঁকি এড়াতে বিজয় দিবসে উন্মুক্ত স্থানে অনুষ্ঠান করা যাবে না। স্বাস্থ্যবিধি মেনে ঘরোয়াভাবে আয়োজন করা যাবে। মঙ্গলবার (১ ডিসেম্বর) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের এ কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, মহান বিজয় দিবস উপলক্ষে স্বাস্থ্যবিধি মেনে ইনডোর বা ঘরোয়া অনুষ্ঠান যারা করতে চান; করতে পারবেন। তবে অনুষ্ঠান করার আগে আইনশৃঙ্খলা বাহিনীকে জানাতে হবে অনুষ্ঠানে কারা আসছেন, কারা থাকবেন ইত্যাদি। ইনডোরের অনুষ্ঠানে নাশকতামূলক কোনো ঘটনা যাতে না ঘটে সেদিকে গোয়েন্দারা নজরদারি রাখবেন।তিনি বলেন, জাতীয় স্মৃতিসৌধ সাভারে গমনাগমন ও ফুল দেওয়ার সময় যথাযথ স্বাস্থ্যবিধি ও নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হবে। এ ছাড়া বিজয় দিবসে বরাবরের মতো শহীদ মুক্তিযোদ্ধাদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ প্রার্থনা এবং কারাগার, হাসপাতাল বৃদ্ধাশ্রমে এতিমখানায় উন্নতমানের খাবারের ব্যবস্থা করা হবে বলেও তিনি জানান।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন