News71.com
 Bangladesh
 05 Jan 26, 11:07 AM
 30           
 0
 05 Jan 26, 11:07 AM

বিদ্যুৎ নেই দেশের ৩২৫ ভোটকেন্দ্রে॥ সংযোগ চেয়ে ইসির চিঠি  

বিদ্যুৎ নেই দেশের ৩২৫ ভোটকেন্দ্রে॥ সংযোগ চেয়ে ইসির চিঠি   

নিউজ ডেস্কঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সামনে রেখে নির্বাচন কমিশন (ইসি) সারা দেশে ৪২ হাজার ৭৬১টি ভোটকেন্দ্র চূড়ান্ত করেছে। তবে এসব কেন্দ্রের মধ্যে ৩২৫টি ভোটকেন্দ্রে এখনো বিদ্যুৎ সংযোগ নেই। এ কারণে সংশ্লিষ্ট কেন্দ্রগুলোতে দ্রুত বিদ্যুৎ সংযোগ নিশ্চিত করতে বিদ্যুৎ বিভাগের জ্যেষ্ঠ সচিবকে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন। রোববার (৪ জানুয়ারি) পাঠানো ওই চিঠিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়েছে।

ইসি সূত্র জানায়— পুরুষ ভোটারদের জন্য কেন্দ্র: ১ লাখ ১৫ হাজার ১৩৭টি, নারী ভোটারদের জন্য কেন্দ্র: ১ লাখ ২৯ হাজার ৬০২টি। এবারের নির্বাচনে ভোটগ্রহণ চলবে— সকাল ৭টা ৩০ মিনিট থেকে বিকেল ৪টা ৩০ মিনিট পর্যন্ত। নির্বাচন সুষ্ঠু ও নিরবচ্ছিন্নভাবে সম্পন্ন করতে অবকাঠামোগত প্রস্তুতির অংশ হিসেবেই বিদ্যুৎ সংযোগ নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে ইসি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন