News71.com
 Bangladesh
 05 Jan 26, 12:59 PM
 22           
 0
 05 Jan 26, 12:59 PM

একই দিন সংসদ নির্বাচন ও গণভোটের বৈধতা চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে রিট॥  

একই দিন সংসদ নির্বাচন ও গণভোটের বৈধতা চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে রিট॥   

নিউজ ডেস্কঃ আগামী ১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠানের জন্য ঘোষিত তফসিলের বৈধতা চ্যালেঞ্জ করে রিট করা হয়েছে। সোমবার (৫ জানুয়ারি) এ রিটের কথা জানান রিটকারী আইনজীবী মো. ইউনুস আলী আকন্দ। এর আগে জাতির উদ্দেশে ভাষণের মাধ্যমে গত ১১ ডিসেম্বর সন্ধ্যা ৬টায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তফসিল অনুযায়ী আগামী ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার দেশের ৩০০ আসনে জাতীয় সংসদের সাধারণ নির্বাচন এবং একই সঙ্গে জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ-২০২৫ এর ওপর গণভোট হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন