News71.com
 Bangladesh
 07 Apr 21, 10:22 PM
 267           
 0
 07 Apr 21, 10:22 PM

বিলম্ব ফি ছাড়াই বাড়ছে এসএসসির ফরম পূরণের সময়॥

বিলম্ব ফি ছাড়াই বাড়ছে এসএসসির ফরম পূরণের সময়॥

নিউজ ডেস্কঃ চলতি বছরের এসএসসি পরীক্ষার ফরম পূরণ স্থগিত রাখার নির্দেশনা দেয়া হয়েছে। তবে বিলম্ব ফি ছাড়াই ফরম পূরণের সময় বাড়ানোর ঘোষণা দেয়া হয়েছে। আজ বুধবার (৭ এপ্রিল) ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম আমিরুল ইসলাম সাক্ষরিত এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, কেভিড-১৯ বিস্তারের কারণে এসএসসি পরীক্ষা-২০২১ এ বিলম্ব ফি ছাড়া ফরম পূরণের সময় বর্ধিত করে নতুন সময় সূচি জানিয়ে দেয়া হবে। এসএসসি পরীক্ষার ফরম পূরণে বোর্ড কর্তৃক নির্ধারিত ফির অতিরিক্ত অর্থ আদায় করার কোনো সুযোগ নেই। ফরম পূরণে অতিরিক্ত ফি আদায়ের কোনো অভিযোগ পাওয়া গেলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন