
নিউজ ডেস্কঃ পাকিস্তানের পেট্রোলিয়াম মন্ত্রী আলী পারভেজ মালিক মঙ্গলবার (২৮ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে সৌজন্য বৈঠক করেছেন। বৈঠককালে উপদেষ্টা সফররত পাকিস্তানি মন্ত্রীকে স্বাগত জানান এবং জেইসির নবম বৈঠকের সফল সমাপ্তির জন্য তাকে অভিনন্দন জানান। তিনি উল্লেখ করেন, জেইসি অর্থনৈতিক সহযোগিতার নতুন ক্ষেত্র চিহ্নিত এবং বাণিজ্য ও বিনিয়োগকে নতুন করে উৎসাহিত করতে সহায়তা করবে। পররাষ্ট্র উপদেষ্টা এবং সফররত পাকিস্তানি মন্ত্রী ২০২৫ সালের আগস্টে পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রীর বাংলাদেশ সফরসহ দুই দেশের মধ্যে সাম্প্রতিক ইতিবাচক উন্নয়ন এবং সম্পৃক্ততার প্রতি সন্তোষ প্রকাশ করেন। তারা পারস্পরিক স্বার্থের বিভিন্ন দ্বিপাক্ষিক বিষয় নিয়ে মতবিনিময় করেন।