
নিউজ ডেস্কঃ আমদানি-রপ্তানি বাণিজ্য সম্প্রসারণে বাংলাদেশ যাতে পাকিস্তানের করাচি সমুদ্রবন্দর ব্যবহার করতে পারে সে বিষয়ে প্রাথমিকভাবে সম্মত হয়েছে দুই দেশ। ফলে চীনসহ বিভিন্ন দেশের সঙ্গে বাণিজ্যেও বন্দরটি ব্যবহার করা যাবে। তবে কবে থেকে ও কীভাবে তা হবে সে বিষয়ে সিদ্ধান্ত হবে দুই দেশের কর্মকর্তাদের যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠকে। ওয়ার্কিং গ্রুপের বৈঠকের দিন-তারিখ এখনও নির্ধারণ হয়নি।
বাংলাদেশ-পাকিস্তান যৌথ ইকোনমিক কমিশনের (জেইসি) বৈঠকে এ রকম আরও কিছু বিষয়ে একমত হয়েছে দুই পক্ষ। বাংলাদেশের পাট পণ্যের ওপর শুল্ক প্রত্যাহারের সিদ্ধান্তও জানিয়েছে পাকিস্তান। এ ছাড়া বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে বিমান যোগাযোগ, বিনিয়োগ সুরক্ষা, কৃষি, ব্যাংকিং, আর্থিক সেবা, জ্বালানি সহযোগিতা এবং শিক্ষা ও প্রযুক্তি সহযোগিতার বিষয়েও আলোচনা হয়েছে। গতকাল সোমবার রাজধানীর শেরেবাংলা নগরে পরিকল্পনা কমিশনের এনইসি সম্মেলন কক্ষে বাংলাদেশ-পাকিস্তানের মধ্যকার নবম এই জেইসি বৈঠকে বাংলাদেশের ১৫ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।