News71.com
 Bangladesh
 21 Jul 17, 07:03 AM
 1198           
 0
 21 Jul 17, 07:03 AM

এ বছর নদীতে ইলিশের সংখ্যা বেড়েছে।। শিল্পমন্ত্রী আমির হোসেন আমু  

এ বছর নদীতে ইলিশের সংখ্যা বেড়েছে।। শিল্পমন্ত্রী আমির হোসেন আমু   

নিউজ ডেস্কঃ সরকারের কঠোর অবস্থানের কারণে নদীতে মা ইলিশ ধরতে সাহস পায়নি জেলেরা। ফলে পূর্বের তুলনায় এ বছর নদীতে ইলিশের সংখ্যাও বেড়েছে। ভবিষ্যতেও সরকারের নিষেধাজ্ঞা উপেক্ষা করে নদীতে যারা মা ইলিশ ধরবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আজ শুক্রবার সকাল ১১টায় ঝালকাঠির নলছিটি উপজেলা পরিষদ মিলনায়তনে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। মন্ত্রী বলেন,যেসব উন্মুক্ত খাস জলাশয়গুলো দখলে রয়েছে সরকার সেগুলো পুনরুদ্ধার করার সিদ্ধান্ত নিয়েছে। এসব জলাশয়ে মাছ চাষ করা হবে। বিদেশে যাতে মাছ রপ্তানি করা যায়,সে ব্যবস্থা করা হবে। যারা ব্যক্তিগত পুকুর থাকা সত্ত্বেও মাছ চাষ করছেন না,মাছ চাষে আগ্রহী হলে সরকারের পক্ষ থেকে তাদেরকে সহযোগিতা করা হবে। আগামী নির্বাচনে নৌকা প্রতীকে ভোট চেয়ে মন্ত্রী বলেন,বিএনপি-জামায়াত ক্ষমতায় থাকাকালে এখানে কোনও উন্নয়ন হয়নি। একটি রাস্তায়ও ইট ছিল না। এমনকি তাদের নামে করা বিদ্যালয়গুলোতেও আমাদের উন্নয়ন করতে হয়েছে। বসন্তের কোকিল হয়ে তারা এসে আপনাদের বলবে,আমি এখানকার সন্তান,আমাকে ভোট দিন। উন্নয়ন না করে কিভাবে তারা ভোট চায়? তাদের দিকে লক্ষ্য রাখবেন। যারা দেশের উন্নয়ন করে তাদের ভোট দিয়ে জয়ী করবেন।

পরে পরিষদের পুকুরে মাছের পোনা অবমুক্ত ও বেলুন উড়িয়ে অনুষ্ঠান উদ্বোধন করেন শিল্পমন্ত্রী। নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা আশ্রাফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সভাপতি সরদার মো. শাহ আলম,সাধারণ সম্পাদক খান সাইফুল্লাহ পনির,নলছিটি উপজেলা আওয়ামী লীগের সভাপতি পৌর মেয়র তছলিম উদ্দিন চৌধুরী, উপজেলা মৎস্য কর্মকর্তা মারুফ হোসেন মিনার প্রমুখ। পরে মন্ত্রী দুইজন সফল মৎস্য চাষির হাতে পুরস্কার তুলে দেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন