News71.com
 Bangladesh
 27 Jul 17, 11:14 AM
 940           
 0
 27 Jul 17, 11:14 AM

বরিশালে বিএনপি মহাসচিব ফখরুলের সামনেই বিএনপি নেতাকর্মীদের মারামারি....  

বরিশালে বিএনপি মহাসচিব ফখরুলের সামনেই বিএনপি নেতাকর্মীদের মারামারি....   

নিউজ ডেস্ক : বরিশাল দক্ষিণ জেলা বিএনপির সদস্য সংগ্রহের উদ্বোধনী অনুষ্ঠানের মঞ্চ ওঠাকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপ মারামারিতে জড়িয়ে পড়ে । দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সামনেই এই হাতাহাতিতে জড়িয়েছে দলের নেতাকর্মীরা। গতকাল বুধবার বরিশাল নগরীর অশ্বিনী কুমার টাউন হলে এ ঘটনা ঘটে।

এ ব্যাপারে দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল কালাম শাহিনের কাছে জানতে চাইল তিনি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, “জেলা যুবদলের সাধারণ সম্পাদক এইচএম তসলিম উদ্দিন ও বাবুগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অহিদুল ইসলাম প্রিন্সের সঙ্গে একটু ঝামেলা হয়েছে। পরে সিনিয়র নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি তাৎক্ষণিকভাবে শান্ত হয়।”

প্রত্যক্ষদর্শীরা জানায়, কর্মসূচির অংশ হিসেবে বুধবার দক্ষিণ জেলা বিএনপির সদস্য সংগ্রহ অভিযানের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফখরুল। এসময় মঞ্চে ওঠাকে কেন্দ্র করে নেতাকর্মীরা তর্কে এবং এক পর্যায়ে হাতাহাতিতে জড়িয়ে পড়েন। পরে পরিস্থিতি শান্ত হলে বক্তব্য রাখেন ফখরুল ইসলাম আলমগীর।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন