News71.com
 Bangladesh
 10 Sep 17, 10:44 AM
 1245           
 0
 10 Sep 17, 10:44 AM

ভোলায় বেসরকারি প্রতিষ্ঠান ব্র্যকের মাঠকর্মীর হাত পা বাঁধা লাশ উদ্ধার, গ্রেপ্তার ২।।  

ভোলায় বেসরকারি প্রতিষ্ঠান ব্র্যকের মাঠকর্মীর হাত পা বাঁধা লাশ উদ্ধার, গ্রেপ্তার ২।।   

নিউজ ডেস্কঃ ভোলায় বেসরকারি এনজিও ব্র্যাকের মাঠকর্মী মাইনুল হোসেন (৪০) এর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ রবিবার সকালে বরিশালের মেহেন্দিগঞ্জ সীমানার খাল থেকে পা বাধাঁ অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় বিল্লাল ও ওলিউল্লাহ নামের দুই জনকে গ্রেপ্তার করা হয়েছে। মাইনুল ঝালকাঠী জেলার কাঠাঁলিয়া উপজেলার দত্তরপশর বুনিয়া গ্রামের বাসিন্দা আব্দুল হক জমাদ্দারের ছেলে। মাইনুল ভোলায় বেসরকারি এনজিও ব্র্যাক এ ১০ বছর মাইক্রোফিনান্স শাখায় চাকুরী করে আসছিলেন। চাকুরী করার সুবাদে মাইনুল ও তার স্ত্রী সন্তান নিয়ে ভোলায় বাসা ভাড়া করে থাকতেন। তার মা-বাবা থাকেন ঝালকাঠি উপজেলার কাঠালিয়া নিজ গ্রামের বাড়িতে। সে থানীয়রা জানায়, আজ রবিবার সকাল সাড়ে ১১টার দিকে মেহেন্দিগঞ্জ সীমানার খালে হাত পা বাঁধা অবস্থায় মাইনুলের লাশ ভাসতে দেখে এলাকাবাসী ভোলা থানার পুলিকে খবর দেয়। খবর পেয়ে সদর থানার ভারপ্রাপ্ত ওসি মীর খায়রুল কবিরের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ভোলা সদর হাসপাতালে প্রেরণ করে। এ বিষয়ে ভোলা সদর মডেল থানার ওসি মীর খায়রুল কবীর ঘটনাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের জানান,৭ সেপ্টেম্বর ব্র্যাক এনজিও কর্মী মাইনুলের স্ত্রী থানায় এসে একটি সাধারণ জিডি দায়ের করে। এরপরে ভোলা থানা পুলিশ মাইনুলকে উদ্ধার করতে বিভিন্ন স্থানে পুলিশ সদস্যরা কাজ করেন।

ওই অভিযোগের ভিত্তিতে উল্লেখিত আসামীদের মধ্য থেকে এ ঘটনায় বিল্লাল ও ওলিউল্লাহ নামের দুই জনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ রবিবার সকাল সাড়ে ১১টার দিকে ভোলা মেহেন্দিগঞ্জ সীমানা থেকে এলাকাবাসি ফোন করে জানায় খালে লাশ ভাসছে। এমতাবস্থায় ঘটনাস্থলে গিয়ে দেখতে পাই হাত পা বাধাঁ অবস্থায় মরদেহ পানিতে ভাসছে। পরে মাইনুলের আত্বীয় স্বজনদেরকে ডেকে নিশ্চিত করা হয়েছে এটা মাইনুলের লাশ। তবে প্রাথমিক ধারণা করা যায় মাইনুলকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য ভোলা হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। ময়না তদন্ত শেষে লাশটি মাইনুলের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ হত্যার সাথে যারা জড়িতদের তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন