News71.com
 Bangladesh
 27 Oct 17, 06:51 AM
 1230           
 0
 27 Oct 17, 06:51 AM

আওয়ামীলীগের আগের কোনো সরকার ভোলার গ্যাস উত্তোলনে উদ্যোগ নেয়নিঃ তোফায়েল আহমেদ

আওয়ামীলীগের আগের কোনো সরকার ভোলার গ্যাস উত্তোলনে উদ্যোগ নেয়নিঃ তোফায়েল আহমেদ

নিউজ ডেস্কঃ বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, ভোলায় ১ দশমিক ২ ট্রিলিয়ন গ্যাসের সন্ধান পাওয়া গেছে। এই বিপুল পরিমাণ গ্যাস ব্যবহার করে এখানে বড় বড় শিল্প কারখানা গড়ে উঠবে। মন্ত্রী আরও বলেন, বর্তমান সরকারের আগে অন্য কোন সরকারের আমলে ভোলার এই গ্যাস উত্তোলনের উদ্যোগ গ্রহণ করে নাই। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দায়িত্ব গ্রহণ করার পর তারই পরামর্শে আমি নিজে উদ্যোগ গ্রহণ করেছি। গ্যাস উত্তালনে বাপেক্স অত্যন্ত সতর্কতার সাথে দায়িত্বশীল ভূমিকা পালন করেছে।

মন্ত্রী আরও বলেন, ভোলার ভেদুরিয়ায় আরও একটি কূপে গ্যাস সন্ধ্যানের কাজ চলছে। সেখানেও বিপুল পরিমাণ গ্যাস পাওয়ার সম্ভবনা রয়েছে। ইতোমধ্যে এই গ্যাস ব্যবহার করে ২২৫ মেগাওয়াট বিদ্যুৎপ্লান্ট চালু হয়েছে। ২২৫ মেগাওয়াটের অপর একটি বিদ্যুৎপ্লান্টের কাজ চলছে এবং আরও ১০০ মেগাওয়াট বিদ্যুৎপ্লান্ট স্থাপন করে এসব বিদ্যুৎ জাতীয় গ্রিডে যোগ করা হবে। ভোলার ভেদুরিয়ায় আরও সমপরিমাণ গ্যাস পাওয়ার সম্ভাবনা রয়েছে।আজ শুক্রবার দুপুরে বোরহানউদ্দিন সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের স্কুলের শতবর্ষ পূর্তি উৎসবে প্রধান অতিথির বক্তব্যে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ এসব কথা বলেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন