News71.com
 Bangladesh
 11 Sep 19, 12:23 PM
 861           
 0
 11 Sep 19, 12:23 PM

উজিরপুরের শাপলা বিলকে পর্যটন কেন্দ্রে গড়ে তোলা হবে॥ বরিশালের বিভাগীয় কমিশনার

উজিরপুরের শাপলা বিলকে পর্যটন কেন্দ্রে গড়ে তোলা হবে॥ বরিশালের বিভাগীয় কমিশনার

নিউজ ডেস্কঃ ব‌রিশালের বিভাগীয় কমিশনার মুহাম্মদ ইয়ামিন চৌধুরী বলেছেন, উজিরপুর উপজেলার শাপলা বিলকে পর্যটনের জন্য আকর্ষণীয় করে গড়ে তোলা হবে। পাশাপাশি এখানে ঘুরতে আসা পর্যটকদের জন্য থাকবে নানা ধরনের সুযোগ সুবিধা। থাকবে বিশ্রামাগার, ওয়াশরুম, খাবার পানির সু-ব্যবস্থা। মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) বিভাগীয় কমিশনা‌র শাপলা বিল পরিদর্শনকা‌লে তিনি এ সব কথা বলেন। এ সময় উপ‌স্থিত ছি‌লেন ব‌রিশা‌লের জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান।

পরিদর্শনকালে ব‌রিশালের জেলা প্রশাসক অজিয়র রহমান বলেন, উজিরপুর উপজেলার শাপলা বিলকে ঘিরে জেলা প্রশাসনের বিভিন্ন পরিকল্পনা আছে। তবে এর সৌন্দর্য রক্ষায় পর্যটকদের সচেতন হতে হবে। যেমন শাপলা ফুল নষ্ট না করা, খাবারের প্যাকেট, পানির বোতল ইত্যাদি বিলে না ফেলা। এমনকি শাপলা বিল তার সৌন্দর্য হারায় এমন কাজ থেকে বিরত থাকতে হবে। পাশাপাশি শাপলা বিলকে পর্যটনের জন্য আকর্ষণীয় করতে নিজ উদ্যোগে বিভিন্ন ব্যক্তি বা প্রতিষ্ঠান বিভিন্ন স্থাপনা নির্মাণ করতে পারেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন