News71.com
 Bangladesh
 21 Oct 19, 06:37 PM
 846           
 0
 21 Oct 19, 06:37 PM

ভোলায় ৭২ ঘণ্টার আল্টিমেটাম ঐক্য পরিষদের ।।

ভোলায় ৭২ ঘণ্টার আল্টিমেটাম ঐক্য পরিষদের ।।

নিউজ ডেস্কঃ ৬ দফা দাবি পূরণের জন্য প্রশাসনকে ৭২ ঘণ্টা সময় বেঁধে দিয়েছে ভোলার ‘সর্বদলীয় মুসলিম ঐক্য পরিষদ’। রোববার সন্ধ্যায় নতুন এ সংগঠনের আত্মপ্রকাশ ঘটে। 'সর্বদলীয় মুসলিম ঐক্য পরিষদ' নামে এ সংগঠনের ব্যানারে সোমবার সকাল ১১টায় ভোলা সদরের সরকারি স্কুল মাঠে সমাবেশ হওয়ার কথা ছিল। সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক মিছিল ও সভা-সমাবেশে নিষেধাজ্ঞা জারি করেন। ফলে সমাবেশের বদলে সংবাদ সম্মেলন করে তারা। ভোলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে ঐক্য পরিষদের আহ্বায়ক মাওলানা বশির উদ্দিন বলেন, আমরা ৬ দফা দাবি দিয়েছি, তা আগামী ৭২ ঘণ্টার মধ্যে বাস্তবায়ন করতে হবে। না হলে আমরা কঠোর কর্মসূচি দেব। মঙ্গলবার বিকালে ভোলার প্রতিটি থানায় বিক্ষোভ মিছিল আহ্বান করেছেন তারা। বৃহস্পতিবার বিকালে তারা জেলা সদরে মানববন্ধন করবেন। পরে শুক্রবার বিকালে সংঘর্ষের ঘটনায় নিহতদের জন্য দোয়া মাহফিলের আয়োজন করবে ‘সর্বদলীয় মুসলিম ঐক্য পরিষদ’। তাদের ছয় দফা দাবি হল: যে যুবকের ফেইসবুক আইডি থেকে ‘অবমাননাকর’ বক্তব্য এসেছে বলে অভিযোগ উঠেছে, তার ফাঁসি কার্যকর, সংঘর্ষে নিহতদের লাশ বিনা ময়নাতদন্তে পরিবারের কাছে হস্তান্তর, আহতদের সরকারি খরচে চিকিৎসা, ভোলার পুলিশ সুপার ও বোরহানউদ্দিনের ওসিকে প্রত্যাহার, নিহতদের ক্ষতিপূরণ প্রদান ও গ্রেপ্তারদের বিনা শর্তে মুক্তি দেওয়া।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন