News71.com
 Bangladesh
 23 Oct 19, 12:00 PM
 910           
 0
 23 Oct 19, 12:00 PM

ভোলায় ইলিশ স্বীকার॥ ৪৬ জেলের কারাদণ্ড-জরিমানা

ভোলায় ইলিশ স্বীকার॥ ৪৬ জেলের কারাদণ্ড-জরিমানা

নিউজ ডেস্কঃ ভোলা সদর ও চরফ্যাশনে আলাদা অভিযানে ৪৬ জেলের কারাদণ্ড ও জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত। এদের মধ্যে ৩৭ জনের এক বছর করে কারাদণ্ড এবং নয় জনকে পাঁচ হাজার টাকা করে জরিমানা আদায় করা হয়েছে। মঙ্গলবার (২২ অক্টোবর) ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট কাওসার হোসেন ও নুরুল আমিন এ দণ্ড করে। ভোলা জেলা মৎস্য কর্মকর্তা আজহারুল ইসলাম জানান, মৎস্য বিভাগের পৃথক অভিযানে ভোলা সদরের ইলিশা, ভোলার খাল এবং কাঠির মাথা থেকে নয় জেলে এবং চরফ্যাশনের মেঘনা ও তেঁতুলিয়া নদী থেকে ৩৭ জনকে আটক করা হয়। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হলে ৩৭ জনের এক বছর করে কারাদণ্ড ও নয় জনকে পাঁচ হাজার টাকা করে জরিমানা করেন বিচারক।৯-৩০অক্টেবর পর্যন্ত ২২ দিন ইলিশের প্রধান প্রজনন মৌসুম থাকায় মাছ ধরা, বিক্রি, মজুদ ও বিক্রি নিষিদ্ধ করা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন