News71.com
 Bangladesh
 10 Nov 19, 10:56 AM
 845           
 0
 10 Nov 19, 10:56 AM

আঘাত হেনেছে ঘূর্ণিঝড় বুলবুল।। ভোলায় ৩০টি ঘরবাড়ি বিধ্বস্ত

আঘাত হেনেছে ঘূর্ণিঝড় বুলবুল।। ভোলায় ৩০টি ঘরবাড়ি বিধ্বস্ত

নিউজ ডেস্কঃ পশ্চিমবঙ্গে দুর্বল হয়ে সুন্দরবন উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় বুলবুল। আরও দুর্বল হয়ে ভোররাতে বাংলাদেশ অতিক্রম করবে ঘূর্ণিঝড়টি। ৮ কি.মি বেগে এগুচ্ছে ঝড়টি। এরইমধ্যে, ভোলায় ঘূর্ণিঝড় বুলবুলের তাণ্ডবে ৩০টি ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। আহত হয়েছেন দুইজন। এছাড়া, পশ্চিমবঙ্গে বুলবুলের তাণ্ডবে দুইজনের মৃত্যু হয়েছে। এদিকে, ঘূর্ণিঝড়ের কেন্দ্রে ঘন্টায় ১০০ থেকে ১২০ কিলোমিটার গতিবেগে বাতাস অতিবাহিত হতে পারে। নিম্নাঞ্চলে জোয়ারের কারণে জলোচ্ছ্বাস হতে পারে। শনিবার রাত ১১টায়, ব্রিফিংয়ে আবহাওয়া অধিদপ্তরের ব্রিফিংয়ে এই কথা জানিয়েছেন উপ-পরিচালক আয়েশা খাতুন।

ঝড়ের কারণে মোংলা ও পায়রা সমুদ্র বন্দরে ১০ নম্বর মহাবিপদ সংকেত জারি করা হয়েছে। চট্টগ্রাম বন্দরে ৯ নম্বর মহাবিপদ সংকেত ও কক্সবাজারে ৪ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে প্রশাসন। আজ রবিবার, বুলবুলের প্রভাব কেটে যাবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এদিকে, ঘূর্ণিঝড় বুলবুল মোকাবিলা ও দুর্যোগ পরবর্তী সব রকমের সহযোগিতায় প্রস্তুত রয়েছে উপকূলবর্তী সেনাবাহিনীর সব পদাতিক ডিভিশন। এরইমধ্যে, সাতক্ষীরায় মোতায়েন করা হয়েছে সেনাবাহিনী। দুর্ঘটনা এড়াতে শিমুলিয়া-কাঁঠালবাড়ি, দৌলতদিয়া-পাটুরিয়া, বরিশাল, পটুয়াখালী, বরগুনা ও চাঁদপুরের অভ্যন্তরীণ ও দূরপাল্লার নৌচলাচল বন্ধ রয়েছে। ঘূর্ণিঝড়ের প্রভাবে সকাল ছয়টা পর্যন্ত চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দর বন্ধ রাখা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন