News71.com
 Bangladesh
 11 Nov 19, 11:29 AM
 966           
 0
 11 Nov 19, 11:29 AM

বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকায় বরগুনায় সব মোবাইল নেটওয়ার্ক বন্ধ ।।

বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকায় বরগুনায় সব মোবাইল নেটওয়ার্ক বন্ধ ।।

নিউজ ডেস্কঃ ঘূর্ণিঝড় ‘বুলবুল’র তাণ্ডবে বিদ্যুৎ লাইনের ওপর গাছ পড়ায় এবং বিদ্যুতের খুঁটি ও লাইন ক্ষতিগ্রস্ত হওয়ায় বরগুনার সব বিদ্যুৎ সংযোগ বন্ধ রয়েছে। বিদ্যুতের লাইন সচল করতে ওই বিভাগের পক্ষ থেকে নির্দিষ্ট কোনো সময় বেঁধে দেওয়া হয়নি। আর এ কারনেই বন্ধ রয়েছে জেলার সব মোবাইল নেটওয়ার্ক। রোববার (১০ নভেম্বর) রাত সাড়ে ১১ টা পর্যন্ত কোনো ধরনের নেটওয়ার্ক নেই। এর আগে শনিবার (০৯ নভেম্বর) রাত থেকে সদর’সহ উপজেলাগুলোতে বিদ্যুৎ বিচ্ছিন্ন হওয়ার ফলেই এ সমস্যায় ভুগছে মানুষ। বরগুনা জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ্ জানান, জেলার বিদ্যুৎ সংযোগ সচল করতে বরগুনার বিদ্যুৎ বিভাগের সঙ্গে কথা হয়েছে। অতি শিগগিরই বিদ্যুৎ সমস্যা সমাধান করা হবে বলেও আশ্বাস দিয়েছেন তিনি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন