News71.com
 Bangladesh
 15 Nov 19, 01:55 PM
 901           
 0
 15 Nov 19, 01:55 PM

কাউখালীতে মানহানি মামলায় ৪ শিক্ষকের কারাদণ্ড ।।

কাউখালীতে মানহানি মামলায় ৪ শিক্ষকের কারাদণ্ড ।।

নিউজ ডেস্কঃ পিরোজপুরের কাউখালীতে প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে মানহানির মামলায় ওই উপজেলার চার প্রাথমিক শিক্ষককে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন আদালত।গত বুধবার (১৩ নভেম্বর) পিরোজপুর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-৩ এর বিচারক মেহেদী হাসান এ রায় দেন। দণ্ডপ্রাপ্তরা হলেন- জেলার কাউখালী উপজেলার ১ নম্বর সয়না সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক উজ্জ্বল মিয়া, ৩৫ নম্বর কেশরতা সুজাগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক বাদল হালদার, ১৪ নম্বর মধ্য সোনাকুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শ্যামল হালদার ও ৩৭ নম্বর শংকরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল জলিল খান। আদালত উজ্জ্বল মিয়াকে দেড় বছর ও অন্য তিন জনের প্রত্যেককে ছয় মাস করে কারাদণ্ড দিয়েছেন। জানা গেছে, দণ্ডপ্রাপ্তদের মধ্যে শিক্ষক উজ্জ্বল মিয়া একই ঘটনায় বিভাগীয় মামলায় সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ এর বিধি ৪ (৩) (ঘ) মোতাবেক চাকরি থেকে বরখাস্ত আছেন। একই অভিযোগে অন্য তিন জনের মধ্যে বাদল হালদার ও শ্যামল হালদার চাকরি থেকে সাময়িক বরখাস্ত আছেন এবং আব্দুল জলিল খান চাকরির ৫৯ বছর পূর্তি হওয়ায় বেতন-ভাতা না পেয়েই অবসরে আছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন