News71.com
 Bangladesh
 11 Apr 20, 06:26 PM
 920           
 0
 11 Apr 20, 06:26 PM

ভোলার সরকারি চাল চুরির অভিযোগে এক ইউপি মেম্বার আটক॥

ভোলার সরকারি চাল চুরির অভিযোগে এক ইউপি মেম্বার আটক॥

নিউজ ডেস্কঃ ভোলার লালমোহনে সরকারি চাল চুরির অভিযোগে উঠছে ইউপি চেয়ারম্যান, ইউপি সদস্য ও আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে লালমোহন থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে। এদিকে শনিবার ভোরে উপজেলার বদরপুর ইউনিয়নে অভিযান চালিয়ে সরকারি চাল উদ্ধারসহ ইউপি সদস্য ওমর তালুকদারকে জেল হাজতে পাঠিয়েছে পুলিশ। ওমর বদরপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের মেম্বার। অন্য অভিযুক্তরা হলেন বদরপুর ইউপি চেয়ারম্যান ফরিদুল হক তালুকদার, স্থানীয় আওয়ামী লীগ নেতা রফিকুল ইসলাম এবং ভাড়ায় চালিত হোন্ডা চালক সুমন বিশ্বাস।

লালমোহন থানার অফিসার ইনচার্জ মীর খায়রুল কবীর জানান, শুক্রবার রাতে ওই ইউনিয়নের হাজিরহাট বাজারে পুলিশ নিয়ে অভিযান চালিয়ে ১৫ বস্তা সরকারি চাল জব্দ করেন ইউনিয়নটির ট্যাগ অফিসার ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রফিকুল ইসলাম। মামলার খবর শুনে অপর আসামিরা পলাতক থাকায় তাদের আটক করা সম্ভব হয়নি। অভিযানকালে ওমর মেম্বারের আত্মীয় ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলামের ঘর থেকে ৪ বস্তা, হোন্ডা চালক সুমনের ঘর থেকে ৯ বস্তা ও পরিষদের পাশে সমিলের কাঠের গুঁড়ার মধ্যে লুকিয়ে রাখা আরও ২ বস্তা চাল উদ্ধার করা হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন