News71.com
 Bangladesh
 13 Apr 20, 10:42 AM
 1009           
 0
 13 Apr 20, 10:42 AM

বরিশালে ভ্রাম্যমান আদালতের অভিযান॥ ২৮ব্যক্তিকে জরিমানা

বরিশালে ভ্রাম্যমান আদালতের অভিযান॥ ২৮ব্যক্তিকে জরিমানা

নিউজ ডেস্কঃ করোনা সংক্রামন এড়াতে সরকারি নির্দেশনা বাস্তবায়নের লক্ষে বরিশালে নানামুখি কার্যক্রম চালিয়েছে ভ্রাম্যমান আদালত। সেনা বাহিনীর ও পুলিশের সহায়তায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা এসব অভিযান পরিচালনা করছেন।রোবাবর (১২ এপ্রিল) জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ জিয়াউর রহমান ও মোঃ আতাউর রাব্বী বরিশাল সদরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন ৯ ব্যবসা প্রতিষ্ঠানকে ২৩ হাজার ৫০০ টাকা জরিমানা করেন। এর আগে অপর এক অভিযানে নির্বাহী ম্যাজিষ্ট্রেট সাইফুল ইসলাম সরকারি নির্দেশ অমান্য করে দোকান খোলা রাখায় ১ ব্যবসায়িকে ৫০০ টাকা জরিমানা করেন।এছাড়া অভিযানে করোনা সংক্রামন এড়াতে জনগনকে নিজ নিজ ঘরে থাকতে প্রচারনা চালানোর পাশাপাশি স্বাস্থ্য নির্দেশনা না মানলে আইনগত ব্যবস্থা নেয়ার কথা বলেন ভ্রাম্যমান আদালত।অপরদিকে অবরিশালের গৌরনদী উপজেলায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট শাহাদাৎ হোসেন অভিযান চালিয়ে সরকারি নির্দেশনা অমান্য করায় ২ ব্যক্তিকে ২ হাজার টাকা জরিমানা করেন। মেহেন্দিগঞ্জ উপজেলায় নির্বাহী ম্যাজিষ্ট্রেট রাসেল ইকবাল অভিযান চালিয়ে ৬ জনকে সাড়ে ৩ হাজার টাকা ও বানারীপাড়া উপজেলায় নির্বাহী কর্মকর্তা শেখ আব্দুল্লাহ সাদীদ অভিযান চালিয়ে ১০ জনকে ১ হাজার ২০০ টাকা জরিমানা করেন।এদিকে জেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন উপজেলায় ১ হাজার ৬৬৮টি পরিবারের মাঝে রোববার (১২ এপ্রিল) দিনব্যাপী প্রধানমন্ত্রীর পক্ষ থেকে দেওয়া মানবিক সহায়তা প্রদান করা হয়। এসময় সর্বমোট ২১.৮৮ মেট্রিক টন চাল ও নগদ ১ লাখ ৭০ হাজজার টাকা বিতরণ করা হয়।উল্লেখ্য এখন পর্যন্ত বরিশাল জেলায় বরাদ্দ মোট ৮২১.৮৮ মেট্রিক টন চাল, নগদ ৩৮ লাখ ৭০ হাজার টাকা এবং শিশু খাদ্য বাবদ ৩ লাখ টাকা পাওয়া গেছে ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন