News71.com
 Bangladesh
 15 Apr 20, 10:35 PM
 938           
 0
 15 Apr 20, 10:35 PM

কার্গো ট্রলারে করে পাচারের সময় ১৪শ’ বস্তা ত্রাণের চালসহ দুই পাচারকারী আটক॥

কার্গো ট্রলারে করে পাচারের সময় ১৪শ’ বস্তা ত্রাণের চালসহ দুই পাচারকারী আটক॥

নিউজ ডেস্কঃ পটুয়াখালীতে দুইটি কার্গো ট্রলারভর্তি ১৪শ’ বস্তা সরকারি চালসহ দুই পাচারকারীকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন- চাল ব্যবসায়ী শাহজাহান ও ট্রলার মালিক জয়নাল চৌকিদার। বরিশালের হিজলা থেকে চাল আনা হয়েছে বলে পুলিশ জানায়।গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (১৫ এপ্রিল) ভোরে বাউফল উপজেলার বগাবন্দর থানার পুলিশ এ অভিযান পরিচালনা করেন। আটককৃত চাল ব্যবসায়ী শাহজাহানের বাড়ি বাউফল উপজেলার বানাজোরা গ্রামে ও ট্রলার মালিক জয়নালের বাড়ি বরিশালের মেহেন্দিগঞ্জের বদরপুর গ্রামে। পটুয়াখালী জেলার অতিরিক্ত পুলিশ সুপার বিল্লাল হোসেন নিউজ৭১ ডটকমকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে বাউফল থানা পুলিশ আগে থেকে ওঁৎ পেতে থাকে বগা সংলগ্ন বিভিন্ন পয়েন্টে। এরই ধারাবাহিকতায় বুধবার ভোররাতের দিকে চাল বোঝাই ট্রলার বগাবন্দরের পাশে খালের মধ্য নোঙ্গর করে স্থানীয় একটি চালের গুদামে উত্তোলন করা হচ্ছিল। উদ্ধার হওয়া ওই চালের বস্তায় ‘শেখ হাসিনার বাংলাদেশ ক্ষুধা হবে নিরুদ্দেশ’ লেখা রয়েছে। পরে তাদের আটক করা হয়।আটককৃতরা পুলিশকে তাৎক্ষণিকভাবে জানায় যে, মেহেন্দিগঞ্জের একাধিক জনপ্রতিনিধির কাছ থেকে চালগুলো ক্রয় করে বাউফলের উদ্দেশে নিয়ে আসছিল। স্থানীয়রা জানায়, এর আগে চালসহ ট্রলার আটকের খবর ছড়িয়ে পড়লে বাউফলের একজন প্রভাবশালী জনপ্রতিনিধি ওই সরকারি চাল পুলিশের কাছ থেকে ছাড়িয়ে নিতে ব্যাপক লবিং ও তদবির চালিয়ে ব্যর্থ হয়।এঘটনায় পুলিশ সুপার মইনুল হাসান জানান, দুইটি কার্গো ট্রলার থেকে ১৪শ ’ বস্তা ত্রাণের চাল উদ্ধার করা হয়েছে। এ ঘটনার পেছনে যারা যারা জড়িত তাদের প্রত্যেককে আইনের আওতায় আনা হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন