News71.com
 Bangladesh
 01 Nov 20, 01:25 PM
 425           
 0
 01 Nov 20, 01:25 PM

কুয়াকাটা সৈকতে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু।।

কুয়াকাটা সৈকতে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু।।

নিউজ ডেস্কঃ পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে অবৈধ বিদ্যুৎ সংযোগের তারে স্পৃষ্ট হয়ে এক কিশোর মারা গেছে। মাসহ ২ জনকে ভর্তি করা হয়েছে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে।শনিবার রাতে সৈকতের জিরো পয়েন্টে এ দুর্ঘটনা হয়।পুলিশ জানায়, নিহতের বাবার মাছ ফ্রাইয়ের দোকানে অবৈধভাবে নেয়া বিদ্যুতের লাইন ছিঁড়ে পানিতে পড়লে আশেপাশের এলাকা বিদ্যুতায়িত হয়ে যায়। এতে দোকানের পাশে থাকা কিশোর লালমিয়া, তার মা চানবানু ও ফুফাতো ভাই আলী আকবর বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরে তাদের উদ্ধার করে কুয়াকাটা হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক লালমিয়াকে মৃত ঘোষণা করেন।উন্নত চিকিৎসার জন্য নিহতের মা এবং ভাইকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন