News71.com
 Bangladesh
 18 Dec 20, 10:42 AM
 301           
 0
 18 Dec 20, 10:42 AM

বরিশালের লঞ্চঘাট ও বাসস্ট্যান্ডে কম্বল বিতরণ জেলা প্রশাসকের।।

বরিশালের লঞ্চঘাট ও বাসস্ট্যান্ডে কম্বল বিতরণ জেলা প্রশাসকের।।

নিউজ ডেস্কঃ বরিশালে গভীর রাতে লঞ্চঘাট এবং বাসস্ট্যান্ডে সুবিধা বঞ্চিতদের মধ্যে কম্বল বিতরণ করলেন জেলা প্রশাসক। বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে এগারোটার দিকে বরিশাল নদীবন্দর (লঞ্চঘাট) এবং নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস স্ট্যান্ডসহ বিভিন্ন সড়কের পাশে প্রায় ১ হাজার শীতার্তদের মধ্যে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে প্রদত্ত, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ত্রাণ তহবিল থেকে পাওয়া দরিদ্র ও অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করেন জেলা প্রশাসক বরিশাল এস, এম, অজিয়র রহমান। এসময় ব‌রিশা‌লের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রাজিব আহমেদ, নেজারত ডেপুটি কালেক্টর ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ নাজমূল হুদা, সহকারী কমিশনার সুব্রত বিশ্বাস দাস, বরিশাল জেলা দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ কর্মকর্তা প্রশান্ত কুমার রায়, বরিশাল সদর উপজেলার পিআইও মোঃ কামরুজ্জামানসহ সেচ্ছাসেবী উন্নয়ন সংস্থা এসএনডিসির সদস্যরা উপস্থিত ছিলেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন