News71.com
 Bangladesh
 04 Sep 21, 11:37 PM
 889           
 0
 04 Sep 21, 11:37 PM

বরিশালে যাত্রীবাহী বাস থেকে ৩৫ কচ্ছপ উদ্ধার॥  

বরিশালে যাত্রীবাহী বাস থেকে ৩৫ কচ্ছপ উদ্ধার॥   

নিউজ ডেস্কঃ যাত্রীবাহী বাসে করে পাচারকালে ৩৫টি কচ্ছপ উদ্ধার করেছে বরিশাল মেট্রোপলিটন পুলিশ। শনিবার (৪ সেপ্টেম্বর) দুপুরে কচ্ছপগুলো বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়। এর আগে গেল শুক্রবার (৩ সেপ্টেম্বর) রাতে বরিশাল নগরের রুপাতলী এলাকা থেকে কচ্ছপগুলো উদ্ধার করা হয়। বরিশাল মেট্রোপলিটনের কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) ফয়সাল আহম্মেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে রুপাতলী এলাকায় অভিযান চালানো হয়। এসময় ভোলা থেকে খুলনাগামী বিআরটিসি বাসের যাত্রীদের বসার সিটের নিচ থেকে ৩৫টি কচ্ছপ উদ্ধার করা হয়। তবে কাউকে আটক করা সম্ভব হয়নি। পরে আজ দুপুরে কোতোয়ালি মডেল থানা চত্বরে বরিশাল মেট্রোপলিটনের উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মো. আলী আশরাফ ভূঞার উপস্থিতিতে বরিশাল বন বিভাগের রেঞ্জ কর্মকর্তার কাছে উদ্ধার হওয়া ৩৫টি কচ্ছপ হস্তান্তর করা হয়। বন বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, প্রায় লক্ষাধিক টাকার এ কচ্ছপগেুলোতে আপাতত সংরক্ষণ করা হবে, পরে সবার উপস্থিতিতে মুক্ত জলাশয়ে অবমুক্ত করা হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন