News71.com
 Bangladesh
 20 Oct 21, 11:07 PM
 610           
 0
 20 Oct 21, 11:07 PM

বরিশালে ঐতিহ্যবাহী লক্ষ্মী প্রতিমার মেলা॥

বরিশালে ঐতিহ্যবাহী লক্ষ্মী প্রতিমার মেলা॥

নিউজ ডেস্কঃ শারদীয় দুর্গোৎসবের পরপরই কোজাগরী লক্ষ্মী পূর্ণিমায় সনাতন ধর্মাবলম্বীরা পালন করেন ধন-সম্পদের দেবী লক্ষ্মীর পূজা। লক্ষ্মীপূজা উপলক্ষে বরিশাল নগরের বরিশালে হাটখোলা শ্রী শ্রী হরি ঠাকুরের মন্দির প্রাঙ্গনে বসেছে ঐতিহ্যবাহী মেলা। যেখানে লক্ষ্মী প্রতিমাসহ মাটির বিভিন্ন উপকরণ ও সোলা সামগ্রী নিয়ে বসেছে মৃৎ ও সোলা শিল্পীরা। যেখানে সোলার তৈরি ফুলমুকুট, টুনিফুল ও লালপদ্ম। এছাড়া পাওয়া যাচ্ছে কলাবউ, ফুল, বেলপাতাসহ বিভিন্ন উপকরন। যা গ্রাম থেকে নিয়ে এসেছে মন্দিরের সামনে বসেছে ক্ষুদ্র ব্যবসায়ীরা। আর ঐতিহ্যবাহী এই মেলায় এসে কেনা কাটা করছেন ভক্তপ্রাণ মানুষরা। প্রতিমাসহ পূজার অন্য উপকরণের দাম তুলনামূলক গত সময়ের থেকে বাড়তি বলে জানিয়েছেন ক্রেতারা।

মিঠুন নামে চল্লিশোর্ধ এক ব্যক্তি জানান, তিনি তার ছোটবেলা থেকেই এখানে এ মেলার আয়োজন দেখছেন বছরের পর বছর ধরে। লক্ষ্মীপূজা আয়োজনের বিভিন্ন সামগ্রী দীর্ঘদিন ধরে এখানে পাওয়া বলে এটি ঐতিহ্যের প্রতীক হয়ে দাঁড়িয়েছে। দাম যাই হোক না কেন এখানে পুজোর সকল উপকরণ একসঙ্গে পাওয়া যায়, তাই সবাই এখানেই আসেনন। বিক্রেতারা জানান, হাটে আকারভেদে প্রতিমার দাম নেওয়া হচ্ছে ১০০-৩০০০ টাকা। এ বছর কলাবউয়ের দামও চড়া। হরি ঠাকুরের মন্দিরের পুরোহিত উত্তম গোস্বামী জানান, মঙ্গল ও বুধবার রাতে লক্ষ্মীপূজা হবে। তাই বুধবার বিকেল পর্যন্ত প্রতিমা কেনাবেচা চলবে। তবে বেশি বিক্রি হয়েছে মঙ্গলবার দুপুরে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন