News71.com
 Bangladesh
 20 Jul 17, 12:22 PM
 1242           
 0
 20 Jul 17, 12:22 PM

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় ৬৫ কিলোমিটারে ২২০টি সিসি ক্যামেরা।।

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় ৬৫ কিলোমিটারে ২২০টি সিসি ক্যামেরা।।

নিউজ ডেস্কঃ ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে দুর্ঘটনা, ছিনতাই, যত্রতত্র গাড়ি পার্কিংসহ নানা অপরাধ নিয়ন্ত্রণে আনতে ময়মনসিংহ থেকে সিডস্টোর পর্যন্ত আরো ১০০টি সিসি ক্যামেরা স্থাপন করছে পুলিশ প্রশাসন।এনিয়ে জেলার ৬৫ কিলোমিটার মহসড়কজুড়ে সিসি ক্যামেরার সংখ্যা ২২০টিতে দাঁড়ালো।আজ বুধবার দুপুরে ইন্টারন্যাশনাল বেভারেজ (প্রাঃ) লিমিটেড-কোকাকোলা‘র পক্ষ থেকে ময়মনসিংহ জেলা পুলিশকে ১০০টি সিসি ক্যামেরা হস্তান্তর করা হয়।এ উপলক্ষে জেলা পুলিশের মিডিয়া সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি নিবাস চন্দ্র মাঝি।

অনুষ্ঠানে ইন্টারন্যাশনাল বেভারেজ (প্রাঃ) লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর তাপস কুমার মন্ডল আনুষ্ঠানিকভাবে সিসি ক্যামেরাগুলো হস্তান্তর করেন।এসময় ময়মনসিংহের পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম, ময়মনসিংহ রেঞ্জের পুলিশ সুপার হারুন অর রশিদ, ইন্টারন্যাশনাল বেভারেজ প্রাঃ লিমিটেডের পরিচালক (এইচআর) আরিফুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার নূরে আলম, এম নেওয়াজী, জয়িতা শিল্পীসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

এর আগে ময়মনসিংহ থেকে সিডস্টোর পর্যন্ত ৬৫ কিলোমিটার মহাসড়কের বিভিন্ন স্থানে ১২০টি সিসি ক্যামেরা স্থাপন করা হয়।ফলে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে দুর্ঘটনা, ছিনতাই, গাড়ি পার্কিংসহ নানা অপরাধ কমেছে বলে দাবি করেন পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম।তিনি আরো জানান, ছিনতাই, মাদক ব্যবসা, দুর্ঘটনাসহ নানা অপরাধ নিয়ন্ত্রণে আনতে ময়মনসিংহ শহরকেও সিসি ক্যামেরার আওতায় আনা হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন