News71.com
 Bangladesh
 19 Jul 20, 01:23 PM
 566           
 0
 19 Jul 20, 01:23 PM

ময়মনসিংহের ভালুকায় ভীমরুলের কামড়ে প্রাণ গেল শিশুর॥

ময়মনসিংহের ভালুকায় ভীমরুলের কামড়ে প্রাণ গেল শিশুর॥

নিউজ ডেস্কঃ ময়মনসিংহের ভালুকায় ভীমরুলের কামড়ে মারা গেছে আনাছ তালুকদার নামের চার বছর বয়সের এক শিশু। উপজেলার সিডস্টোর বাজার এলাকায় শিশুমৃত্যুর ওই ঘটনাটি ঘটে। মারা যাওয়া আনাছ তালুকদার ওই এলাকার অধ্যাপক ওমর ফারুক তালুকদারের ছেলে । স্থানীয় একাধিক সূত্রে জানা যায়, গতকাল শনিবার (১৮ জুলাই) বিকেলে বাবা ওমর ফারুক তালুকদারের সাথে তাদের বাসার পাশের ফাঁকা জায়গায় ঘুরতে যায় ওই শিশু। ওই সময় ঘটনাস্থলে পড়ে থাকা একটি শুকনো তালপাতা ধরে টান দেয় সে। এতে ওই তালপাতায় থাকা বাসা থেকে বের হওয়া কয়েকটি ভীমরুল শিশুটিকে কামড় দেয়। পরে, ভীমরুলের কামড়ে গুরুতর আহত ওই শিশুকে দ্রুত ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং ওই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ রবিবার (১৯ জুলাই) ভোরে তার মৃত্যু হয় ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন