News71.com
 Economy
 03 Aug 22, 08:53 PM
 754           
 0
 03 Aug 22, 08:53 PM

আমদানির পণ্য দেশে এলে দ্রব্যমূল্য কমবে।। অর্থমন্ত্রী

আমদানির পণ্য দেশে এলে দ্রব্যমূল্য কমবে।। অর্থমন্ত্রী

নিউজ ডেস্কঃ বেশি দামে পণ্য কিনে আনতে হচ্ছে বলে মূল্যস্ফীতি বাড়ছে উল্লেখ করে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, দেশের অর্থনীতিকে মূল স্রোতধারায় ফিরিয়ে আনতে বেশি সময় লাগবে না। আমদানি করা পণ্য দেশে এলে খাদ্যদ্রব্যসহ অন্যান্য জিনিসের দামও কমে আসবে। বুধবার (০৩ আগস্ট) দুপুরে ভার্চ্যুয়ালি অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। ডলারের বাজার নিয়ে এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, এই যে ওঠানামা বেশি হচ্ছে, সেটি কমিয়ে আনতে হবে। সেটি কমিয়ে আনলে একই প্ল্যাটফর্ম থেকে সবাই এগোতে পারবে। সেই প্ল্যাটফর্ম হবে ন্যায়নীতির ভিত্তি। আমিও বিশ্বাস করি, আমরা অর্থনীতিকে মূল স্রোতধারায় ফিরিয়ে আনতে পারব, বেশি সময় লাগবে না। সব জিনিসেই আপনারা দেখতে পাবেন আমাদের অগ্রগতি হচ্ছে। আমরা আগে যেমন আমাদের অর্থনীতিকে নিয়ে গর্ব করতাম, সারা পৃথিবীর মানুষ যেভাবে গর্ব করতো, সেই গর্বের জায়গায় যাবো, বেশি সময় লাগবে না।

মূল্যস্ফীতি বাধা হয়ে দাঁড়াচ্ছে কিনা জানতে চাইলে অর্থমন্ত্রী বলেন, আমরা যখন ২০০৯ সালে দায়িত্ব নেই সেই সময় মূল্যস্ফীতির পরিমাণ ছিল ১২.৩ শতাংশ। সেই কত বছর আগে এটি ছিল। এর মাঝে অনেক চড়াই উৎরাই পাড়ি দিয়েছি। করোনা মোকাবিলা করেছি সুন্দরভাবে। সারাবিশ্বে প্রসংশিত হয়েছি এটি সুন্দরভাবে করার জন্য। এখন আমরা ইউক্রেন-রাশিয়ার যুদ্ধ মোকাবিলা করছি। এটিও আমরা সুন্দরভাবে মোকাবিলা করব। আমরা আরও মাসখানেকের মধ্যে এখানে প্রতিফলন দেখতে পারব। এখন ইম্পোর্ট করে যা আনছি সেগুলো দেশে পৌঁছালে সঙ্গত কারণে অন্যান্য জিনিসের দামও কমবে। খাদ্যদ্রব্যের বাইরের জিনিসের দামও কমে আসবে। ডলারের দামও কমে আসবে। মূল্যস্ফীতি এখন ৭ শতাংশ মাত্র। ভোজ্যতেল বা অন্যান্য যেসব জিনিস তাদের থেকে কিনতে হয়, তাদের যদি দাম বাড়ে সেই প্রভাব এখানেও পড়ে। আমাদের বেশি দামে কিনে আনতে হচ্ছে বলে মূল্যস্ফীতি বাড়ছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন