নিউজ ডেস্কঃ দেশের প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন কমে আবার ৩০০ কোটি টাকার ঘরে নেমে এসেছে। গতকাল সোমবারের এই লেনদেন গত ১৬ কার্যদিবসের মধ্যে সর্বনিম্ন। এদিন লেনদেনের পাশাপাশি বেশির ভাগ কোম্পানির শেয়ারদর কমেছে। এতে সূচকেও নেতিবাচক প্রভাব পড়েছে। বাজারের লেনদেনচিত্র পর্যালোচনায় দেখা যায়, ডিএসইতে গতকাল লেনদেনকৃত মোট ৩৯৬টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ৯৮টির, কমেছে ২৩০টির। আর অপরিবর্তিত রয়েছে ৬৮টির দর। এতে ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ১৬ পয়েন্ট কমে ৫ হাজার ২২০ পয়েন্টে দাঁড়িয়েছে। অন্য দুই সূচকের মধ্যে ডিএসই শরিয়াহ সূচক আগের দিনের তুলনায় চার পয়েন্ট কমে ১ হাজার ১৬২ পয়েন্টে ও বাছাই করা ভালো ৩০ কোম্পানি নিয়ে গঠিত ডিএসই-৩০ সূচক ৫ পয়েন্ট কমে ১ হাজার ৮৯৮ পয়েন্টে অবস্থান করছে।