নিউজ ডেস্ক: দেশের প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল বুধবারও মূল্যসূচকের পতনে লেনদেন হয়েছে। এ নিয়ে চলতি সপ্তাহের চার কার্যদিবসে সূচক কমল। সূচকের পাশাপাশি এদিন ডিএসইতে লেনদেনও কমেছে। অন্যবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) একই চিত্র। বাজার পর্যালোচনায় দেখা যায়, গতকাল ডিএসইতে বেশির ভাগ কোম্পানির শেয়ারদর বাড়ার মধ্যে দিয়ে লেনদেন শুরু হলেও পরে বিক্রয় চাপে এসব কোম্পানির দাম কমেছে। দিনশেষে এই বাজারে লেনদেনকৃত মোট কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১১৮টির, কমেছে ২১৪টির এবং ৬৪টির দাম অপরিবর্তিত রয়েছে। এতে ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ৫ পয়েন্ট কমে ৫ হাজার ১৮৫ পয়েন্টে নেমে গেছে। অপর দুই সূচকের মধ্যে বাছাই করা ভালো ৩০টি কোম্পানি নিয়ে গঠিত ডিএসই-৩০ সূচক আগের দিনের তুলনায় ১ পয়েন্ট কমে ১ হাজার ৯২১ পয়েন্টে ও ডিএসই শরিয়াহ্ সূচক দশমিক ৫৪ পয়েন্ট কমে ১ হাজার ১৫৮ পয়েন্টে অবস্থান করছে। সূচকের পাশাপাশি ডিএসইতে লেনদেনের পরিমাণও কমেছে। বাজারটিতে লেনদেন হয়েছে ৩০৭ কোটি ১ লাখ টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয় ৪২৭ কোটি ৫৮ লাখ টাকা। সে হিসেবে লেনদেন কমেছে ১২০ কোটি ৫৭ লাখ টাকা।