News71.com
 International
 17 Oct 21, 09:41 AM
 258           
 0
 17 Oct 21, 09:41 AM

গির্জায় ছুরিকাঘাতে ব্রিটিশ এমপির মৃত্যু॥

গির্জায় ছুরিকাঘাতে ব্রিটিশ এমপির মৃত্যু॥

আন্তর্জাতিক ডেস্কঃ ব্রিটিশ পার্লামেন্টের ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টির এমপি স্যার ডেভিড অ্যামেস ছুরিকাঘাতে নিহত হয়েছেন। ইংল্যান্ডের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় অ্যাসেক্স কাউন্টির লেই-অন-সি শহরের বেলফারিস মেথডিস্ট গির্জায় শুক্রবার (১৫ অক্টোবর) এ ঘটনা ঘটে। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, পুলিশের বিবৃতিতে জানানো হয়, ডেভিড অ্যামেসকে একাধিকবার ছুরিকাঘাত করা হয়েছিল। তিনি ঘটনাস্থলেই মারা যান। ঘটনাস্থল থেকে একটি ছুরি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় সন্দেহভাজন একজনকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের খোঁজা হচ্ছে। তিনি ১৯৮৩ সালে বসিলডন থেকে প্রথম এমপি নির্বাচিত হন। রাজনৈতিকভাবে তিনি সোশ্যাল কনজারভেটিভ। ডেভিড অ্যামেস সাউথ অ্যান্ড ওয়েস্টের এমপি। দীর্ঘ ৪০ বছর ধরে তিনি ব্রিটিশ পার্লামেন্টে এমপি ছিলেন। গর্ভপাতবিরোধিতা ও প্রাণীদের অধিকার সুরক্ষায় কাজ করেন তিনি। ডেভিড অ্যামেসের মৃত্যুতে ব্রিটেনের রাজনীতিতে শোকের ছায়া নেমে এসেছে। হাউস অব কমন্সের স্পিকার স্যার লিন্ডসে হয়লি বলেন, ‘এটি এমন একটি ঘটনা, যা পার্লামেন্টারি কমিউনিটি ও পুরো দেশের মধ্যে শোকের তরঙ্গ বয়ে আনবে।’ এ সময় তিনি আরো বলেন, আগামী দিনগুলোতে ব্রিটিশ এমপিদের নিরাপত্তা পুনর্মূল্যায়নের প্রয়োজন রয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন