News71.com
 International
 05 Jul 25, 11:30 PM
 9           
 0
 05 Jul 25, 11:30 PM

পাকিস্তানের করাচিতে ভবন ধস॥নিহত ১৪-ধ্বংসস্তূপে আটকে পড়েছেন অনেকেই  

পাকিস্তানের করাচিতে ভবন ধস॥নিহত ১৪-ধ্বংসস্তূপে আটকে পড়েছেন অনেকেই   

আন্তর্জাতিক ডেস্কঃ করাচির লিয়ারির বাগদাদী এলাকায় শুক্রবার (৪ জুলাই) ধসে পড়া একটি পাঁচতলা আবাসিক ভবনের ধ্বংসস্তূপের নিচ থেকে অন্তত ১৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।নিহতদের মধ্যে পাঁচজন নারী ও আটজন পুরুষ রয়েছেন বলে জানিয়েছে হাসপাতাল প্রশাসন। এছাড়া তিনজন আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। উদ্ধারকর্মীরা জানান, ধ্বংসস্তূপের নিচে এখনও ৬ থেকে ৭ জন আটকে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। ভবনটি ঘনবসতিপূর্ণ লিয়ারির বাগদাদী এলাকায় অবস্থিত ছিল। এতে প্রায় ২০টি ফ্ল্যাটে ৪০ জনের বেশি বাসিন্দা ছিলেন। শুক্রবার হঠাৎই ভবনটি ধসে পড়ে, যার ফলে এলাকায় চরম আতঙ্ক ও বিশৃঙ্খলা সৃষ্টি হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন