News71.com
 International
 05 Jul 25, 11:29 PM
 8           
 0
 05 Jul 25, 11:29 PM

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৮ হাজার অবৈধ অভিবাসী আটক॥  

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৮ হাজার অবৈধ অভিবাসী আটক॥   

আন্তর্জাতিক ডেস্কঃ বাসস্থান, কর্মক্ষেত্র এবং সীমান্ত নিরাপত্তা বিধি লঙ্ঘনের জন্য এক সপ্তাহে ১৭ হাজার ৮৬৩ জনকে গ্রেপ্তার করেছে সৌদি কর্তৃপক্ষ। শনিবার (৫ জুলাই) সৌদি প্রেস এজেন্সি এ তথ্য জানিয়েছে। প্রতিবেদন অনুসারে, আবাসিক আইন লঙ্ঘনের জন্য মোট ১০৭৪৬ জনকে, অবৈধ সীমান্ত অতিক্রমের প্রচেষ্টার জন্য ৪৩৬২ জনকে এবং শ্রম-সম্পর্কিত সমস্যার জন্য আরও ২৭৫৫ জনকে গ্রেপ্তার করা হয়।

প্রতিবেদনে দেখা গেছে, অবৈধভাবে প্রবেশের চেষ্টা করার জন্য গ্রেপ্তার হওয়া ১,৫০৭ জনের মধ্যে ৬৫ শতাংশ ইথিওপিয়ান, ৩৩ শতাংশ ইয়েমেনি এবং ২ শতাংশ অন্যান্য জাতীয়তার ছিলেন। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, কেউ অবৈধ প্রবেশে সহায়তা করলে, যার মধ্যে পরিবহন এবং আশ্রয় প্রদান করা অন্তর্ভুক্ত - তাকে সর্বোচ্চ ১৫ বছরের কারাদণ্ড, ১ মিলিয়ন রিয়াল পর্যন্ত জরিমানা, পাশাপাশি যানবাহন এবং সম্পত্তি বাজেয়াপ্ত করা হতে পারে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন