News71.com
 International
 26 Oct 21, 11:59 AM
 281           
 0
 26 Oct 21, 11:59 AM

করোনার টিকা উৎপাদন-উন্নয়নে কাজ করবে ঢাবি॥

করোনার টিকা উৎপাদন-উন্নয়নে কাজ করবে ঢাবি॥

নিউজ ডেস্কঃ যুক্তরাষ্ট্র প্রবাসী বিজ্ঞানীদের উদ্যোগে করোনার টিকার উৎপাদন ও উন্নয়নে যৌথভাবে কাজ করবে এএফসি অ্যাগ্রোবায়োটেক লিমিটেড ও ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)। এ লক্ষ্যে সেমাবার (২৫ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য লাউঞ্জে আয়োজিত এক অনুষ্ঠানে এ সমঝোতা স্মারক সই হয়। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয় উচ্চতর বিজ্ঞান গবেষণা কেন্দ্র (কারস) এবং এএফসি অ্যাগ্রোবায়োটেক লিমিটেড যৌথভাবে করোনা টিকা (DUBD-vac)-এর উন্নয়ন ও উৎপাদনসহ অন্যান্য টিকা উদ্ভাবনে কাজ করবে।

এছাড়া, জিন প্রকৌশল ও জীব প্রযুক্তি বিষয়ক গবেষণাসহ বিভিন্ন ওষুধ তৈরি এবং জীব বিজ্ঞানের উৎকর্ষ সাধনে যৌথভাবে গবেষণা কার্যক্রম পরিচালিত হবে। এক্ষেত্রে যুক্তরাষ্ট্রের দু’টি বায়োটেক কোম্পানি জেএনডি বায়োটেক এবং ইমার্জেন্ট বায়োটেক সহযোগিতা করবে। অনুষ্ঠানে কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ এবং এএফসি অ্যাগ্রোবায়োটেক লিমিটেডের নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) ড. মো. সারওয়ার হোসেন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এ সমঝোতা স্মারকে সই করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন