News71.com
 International
 16 May 22, 07:42 PM
 705           
 0
 16 May 22, 07:42 PM

দক্ষিণ আমেরিকার দেশ পেরুতে বাস খাদে পড়ে নিহত ১১।।আহত ৩৪

দক্ষিণ আমেরিকার দেশ পেরুতে বাস খাদে পড়ে নিহত ১১।।আহত ৩৪

আন্তর্জাতিক ডেস্কঃ দক্ষিণ আমেরিকার দেশ পেরুতে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে দুই শিশুসহ কমপক্ষে ১১ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ৩৪ জন। স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে রোববার(১৬ মে) বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদন এমনটি জানানো হয়েছে।  পেরুর জন প্রতিরক্ষা বিভাগ জানিয়েছে, স্থানীয় সময় শনিবার বিকেলে লিমার উত্তরে আনকাস অঞ্চলে একটি বাস উল্টে ৩৩০ ফুট নিচের খাদে পড়ে যায়।  বাসটি তায়াবাম্বা হাইওয়ে ধরে লা লিবারতাদের উত্তরাঞ্চল থেকে লিমার দিকে যাচ্ছিল।  জন প্রতিরক্ষা বিভাগের একটি বিবৃতিতে বলা হয়, ‘আমরা আনকাশ অঞ্চলে দুর্ঘটনার পরে ৩৪ জন আহত এবং ১১ জনের মৃত্যু নিবন্ধন করেছি।’ আহতদের সিহুয়াস প্রদেশের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। কর্তৃপক্ষ দুর্ঘটনার কারণ অনুসন্ধান করছে।   উল্লেখ্য, গাড়ির দ্রুত গতি ও খারাপ রাস্তার কারণে পেরুতে প্রায়ই সড়ক দুর্ঘটনা ঘটে। গত ফেব্রুয়ারিতেও পেরুর উত্তরাঞ্চলীয় শহর তায়াবাম্বাতে একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে ২০ জন নিহত হন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন