News71.com
 International
 22 Jun 22, 12:19 PM
 829           
 0
 22 Jun 22, 12:19 PM

আফগানিস্তানে ভয়াবহ ভূমিকম্প।।নিহত ২৫০

আফগানিস্তানে ভয়াবহ ভূমিকম্প।।নিহত ২৫০

আন্তর্জাতিক ডেস্কঃ আফগানিস্তানে ভয়াবহ ভূমিকম্পের ঘটনা ঘটেছে। এতে অন্তত ২৫০ জনের মৃত্যু হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে থাকা বিভিন্ন ছবিতে আফগানিস্তানের পাকটিকা প্রদেশের ভগ্নস্তূপ দেখা যায়। একজন স্থানীয় সরকারি কর্মকর্তা বিবিসিকে ২৫০ জন নিহতের তথ্য নিশ্চিত করেন। তিনি আরও জানান এই ঘটনায় আহত হয়েছেন আরও ১৫০ জন। তবে নিহত ও আহত উভয়ের সংখ্যাই বাড়তে পারে বলে আশঙ্কা তাদের।মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস’র দেওয়া তথ্যমতে,  আফগানিস্তানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় খোস্ত শহর থেকে ৪৪ কিলোমিটার দূরে এই ভূমিকম্পের উৎপত্তিস্থল।

বুধবার (২২ জুন) দিনের প্রথম দিকে শক্তিশালী ভূমিকম্পটি আঘাত হানে। যার গভীরতা ছিল ভূ-পৃষ্ঠ থেকে ৫১ কিলোমিটার। ইউরোপিয়ান মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএসএসসি) জানিয়েছে, ভূমিকম্পটির তীব্রতা উৎপত্তিস্থল থেকে ৫০০ কিলোমিটার দূরেও অনুভূত হয়।আফগানিস্তান ছাড়াও পাকিস্তান ও ভারতেও ভূমিকম্পের প্রভাব অনুভূত হয়েছে বলে জানিয়েছে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন