News71.com
 International
 21 Sep 22, 04:28 PM
 140           
 0
 21 Sep 22, 04:28 PM

ইউক্রেনে যুদ্ধ শেষ করতে চান পুতিন।।এরদোয়ান

ইউক্রেনে যুদ্ধ শেষ করতে চান পুতিন।।এরদোয়ান

আন্তর্জাতিক ডেস্কঃ রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনে চলমান যুদ্ধ শেষ করতে চান বলে মন্তব্য করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান। এদিকে নিরীহ মানুষকে হত্যা করায় রাশিয়ার বিরুদ্ধে আরো কঠোর নিষেধাজ্ঞা আরোপ করতে পশ্চিমাদের প্রতি আহ্বান জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এর মধ্যে ইউক্রেনের বেশ কয়েকটি অঞ্চলকে রাশিয়ার সঙ্গে যুক্ত করতে গণভোট আয়োজনের তোড়জোড় শুরু হয়েছে। ইউক্রেনে রাশিয়া সমর্থিত বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলো প্রতিনিয়ত সভা-সমাবেশ করে যাচ্ছে। তাদের উদ্দেশ্য রাশিয়ার সঙ্গে একত্র হওয়া। এরই মধ্যে খেরসন, দোনেৎস্ক ও লুহানস্ক অঞ্চলকে রাশিয়ার সঙ্গে যুক্ত করার লক্ষ্যে গণভোট আয়োজনের তোড়জোড় শুরু হয়েছে। চলতি সপ্তাহেই দোনেৎস্ক ও লুহানস্ক অঞ্চলে এ গণভোট হবে।  বিচ্ছিন্নতাবাদীদের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছে রাশিয়া। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ওই অঞ্চলগুলোর মানুষ রাশিয়ার সঙ্গে যুক্ত হতে চাইলে সেই সিদ্ধান্ত তাদের নিজেদেরই নিতে হবে। তবে গণভোট আয়োজনের সমালোচনা করেছে পশ্চিমারা। আর রাশিয়াকে সন্ত্রাসী মদদপুষ্ট দেশ হিসেবে অ্যাখ্যা দিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনেস্কি। একই সঙ্গে মস্কোর বিরুদ্ধে আরও কঠোর নিষেধাজ্ঞার দাবি জানান তিনি। 

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন