আন্তর্জাতিক ডেস্কঃ তিউনিসিয়ায় প্রেসিডেন্ট কাইস সাইদকে নিয়ে সম্প্রচারিত একটি টেলিভিশন সংবাদ দেখতে অস্বীকৃতি জানানোর কারণে এক বন্দীকে অতিরিক্ত ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। দেশটির একটি মানবাধিকার সংস্থা এবং ওই বন্দীর আইনজীবী বিষয়টি নিশ্চিত করেছেন। বন্দীর আইনজীবী আদেল সাগাইর জানান, শুরুতে তাঁর মক্কেলের বিরুদ্ধে তিউনিসিয়ার দণ্ডবিধির ৬৭ ধারায় অভিযোগ আনা হয়, যা রাষ্ট্রপ্রধানের বিরুদ্ধে অপরাধের অভিযোগ সংক্রান্ত। পরবর্তীতে মামলাটির রাজনৈতিক প্রেক্ষাপট আড়াল করতে অভিযোগটি পরিবর্তন করে ‘জনসমক্ষে অশোভন আচরণ’-এ রূপান্তর করা হয়। তিউনিসিয়া লিগ ফর হিউম্যান রাইটসের গাফসা শাখা জানায়, কারাগারে নিজের কক্ষে টেলিভিশনে প্রেসিডেন্ট সাইদকে নিয়ে প্রচারিত একটি সংবাদ দেখতে অস্বীকৃতি জানান ওই বন্দী