News71.com
 International
 13 Jul 25, 09:37 AM
 9           
 0
 13 Jul 25, 09:37 AM

ইউক্রেনের উপর একদিনেই ৬২৩টি ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে রাশিয়া॥জেলেনস্কি  

ইউক্রেনের উপর একদিনেই ৬২৩টি ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে রাশিয়া॥জেলেনস্কি   

আন্তর্জাতিক ডেস্কঃ রাশিয়া শুক্রবার রাতভর ৫৯৭টি ড্রোন ও ২৬টি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। শনিবার এ তথ্য জানিয়েছে তিনি রাশিয়ার সাম্প্রতিক রেকর্ড পরিমাণ হামলা ঠেকাতে অবিলম্বে নিষেধাজ্ঞা জারির আহ্বান জানান। জেলেনস্কি বলেন, ‘২৬টি ক্রুজ ক্ষেপণাস্ত্র ও ৫৯৭টি আক্রমণাত্মক ড্রোন নিক্ষেপ করা হয়েছে, যার মধ্যে অর্ধেকেরও বেশি ছিল ‘শাহেদ’ ড্রোন। ইরান উৎপাদিত এই ড্রোনগুলো রাশিয়া নিয়মিত ব্যবহার করে। ইউক্রেনের বিমান বাহিনী জানিয়েছে, তারা ৩১৯টি শাহেদ ড্রোন এবং ২৫টি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করতে সক্ষম হয়েছে। তবে একটি ক্ষেপণাস্ত্র এবং প্রায় ২০টি ড্রোন পাঁচটি স্থানে আঘাত হেনেছে বলে জানানো হলেও সেসব স্থানের নাম প্রকাশ করা হয়নি। জেলেনস্কি তার পশ্চিমা মিত্রদের প্রতি আহ্বান জানান, তারা যেন ২০২২ সালের ফেব্রুয়ারিতে শুরু হওয়া এ যুদ্ধ বন্ধে রাশিয়ার বিরুদ্ধে ‘শুধু বার্তা প্রেরণ নয়, বাস্তব পদক্ষেপ’ গ্রহণ করেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন