News71.com
 Sports
 13 Apr 18, 12:06 PM
 677           
 0
 13 Apr 18, 12:06 PM

আইপিএল।।মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে সানরাইজার্স হায়দরাবাদের রুদ্ধশ্বাস জয়  

আইপিএল।।মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে সানরাইজার্স হায়দরাবাদের রুদ্ধশ্বাস জয়   

স্পোর্টস ডেস্কঃ জসপ্রিত বুমরাহ আর মোস্তাফিজুর রহমান ম্যাচটা ঘুরিয়ে দিয়েছিলেন। ১৮তম ওভারে ৩ রান দিয়ে বুমরাহ নিয়েছিলেন ২ উইকেট। ১৯তম ওভারে মোস্তাফিজ ১ রান দিয়ে নিয়েছিলেন ২ উইকেট। ম্যাচটা পুরোপুরি ঘুরে যায় মুম্বাই ইন্ডিয়ান্সের দিকে। শেষ ওভারে প্রয়োজন হয় ১১ রান। বোলার বেন কাটিংয়ের হাতে বল তুলে দিলেন রোহিত শর্মা। কিন্তু বেন কাটিং তো আর মোস্তাফিজ নন যে, বলগুলোকে অন্তত ডট করাতে পারবেন। সুতরাং, শেষ মুহূর্তে শেষ ওভারের প্রথম বলেই দীপক হুদা মেরে দিলেন ছক্কা। ম্যাচ আবারও ঘুরে গেল সানরাইজার্স হায়দরাবাদের দিকে। এরপর এক, দুই করে নিয়ে শেষ বলেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় সানরাইজার্স হায়দরাবাদ।

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) গত রাতে মোস্তাফিজুর রহমানের দল মুম্বাই ইন্ডিয়ান্সকে এক উইকেটে হারিয়েছে সাকিব আল হাসানের দল সানরাইজার্স হায়দ্রাবাদ। হায়দ্রাবাদে অনুষ্ঠিত ম্যাচটিতে এদিন মুম্বাই ইন্ডিয়ান্সের দেয়া ১৪৮ রানের জয়ের টার্গেটে ব্যাট করতে নেমে ইনিংসের শেষ বল পর্যন্ত খেলে এক উইকেট হাতে রেখে জয় তুলে নেয় সানরাইজার্স হায়দ্রাবাদ। দলের পক্ষে সাকিব আল হাসান করেন ১২ রান। ৪৫ রান করেন শিখর ধাওয়ান। ৩২ রান করে অপরাজিত থাকেন দীপক হুদা। মুম্বাই ইন্ডিয়ান্সের পক্ষে মোস্তাফিজুর রহমান তিনটি উইকেট নেন। মায়াঙ্ক মারকান্দে নেন চারটি উইকেট। দুইটি উইকেট শিকার করেন জ্যাসপ্রীত বুমরাহ।

এদিন প্রথমে টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে আট উইকেট হারিয়ে ১৪৭ রান সংগ্রহ করে মুম্বাই ইন্ডিয়ান্স। দলের পক্ষে ১৭ বল খেলে ২৯ রান করেন এভিন লিউইস। ২৮ রান করেন সূর্যকুমার যাদব। ২৮ রান করেন কাইরন পোলার্ড। সানরাইজার্স হায়দ্রাবাদের পক্ষে সাকিব আল হাসান ১টি, সন্দ্বীপ শর্মা ২টি, বিলি স্ট্যানলেক ২টি, রশীদ খান ১টি ও সিদ্ধার্থ্য কাউল ২টি করে উইকেট নেন।
প্লেয়ার অব দ্য ম্যাচ নির্বাচিত হন সানরাইজার্স হায়দ্রাবাদের রশীদ খান।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন