News71.com
 Sports
 21 Jan 24, 12:09 PM
 613           
 0
 21 Jan 24, 12:09 PM

আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে বাংলাদেশ দলের ৩ স্বর্ণপদকসহ ১৫ পদক জয়॥

আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে বাংলাদেশ দলের ৩ স্বর্ণপদকসহ ১৫ পদক জয়॥

স্পোর্টস ডেস্কঃ ২৫ তম আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে স্বর্ণপদকসহ মোট ১৫টি পদক অর্জন করেছে বাংলাদেশ দল। এর মধ্যে আছে ৩টি স্বর্ণ,৬টি রৌপ্য ও ৪টি ব্রোঞ্জপদক এবং ২টি টেকনিক্যাল পদক। রোবোটিকসের আন্তর্জাতিক এই উৎসবে বাংলাদেশের ১৬ সদস্যের দল অংশ নেয়। ২৬ দেশের প্রায় ১ হাজার ৪০০ জন প্রতিযোগী এই আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নিয়েছিল। গত ১৬ থেকে ১৯ জানুয়ারি গ্রিসের এথেন্সে ২৫ তম আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়। ২০ জানুয়ারি অলিম্পিয়াডের সমাপনী অনুষ্ঠানে এথেন্সের ফ্যালিরো কোস্টাল জোন অলিম্পিক কমপ্লেক্সে বিজয়ীদের হাতে পদক তুলে দেওয়া হয়।

বাংলাদেশ দলের পক্ষে স্বর্ণপদক অর্জন করেছে রোবট ইন মুভি জুনিয়র গ্রুপে রোবোস্পারকার্স দলের জাইমা যাহিন ওয়ারা, রোবট ইন মুভি সিনিয়র গ্রুপে রোবো ইডিয়টস দলের নাশীতাত যাইনাহ্ রহমান, প্রপা হালদার ও মার্জিয়া আফিফা পৃথিবী, ক্রিয়েটিভ আইডিয়া সিনিয়র গ্রুপে জিরোথ দলের সদস্য মিসবাহ উদ্দিন ইনান।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন