News71.com
 Sports
 07 Feb 24, 11:05 AM
 695           
 0
 07 Feb 24, 11:05 AM

এবার নিয়ে টানা পাঁচবার অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনালে খেলার কৃতিত্ব অর্জন করল ভারত॥

এবার নিয়ে টানা পাঁচবার অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনালে খেলার কৃতিত্ব অর্জন করল ভারত॥


স্পোর্টস ডেস্কঃ দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনালে ভারত। এই নিয়ে টানা পাঁচবার। বেনোনির উইলমোর পার্কে ২ উইকেটে রুদ্ধশ্বাস জয় ভারতের। গতকাল মঙ্গলবার (০৬ ফেব্রুয়ারি) প্রথমে ব্যাট করে ৭ উইকেট হারিয়ে ২৪৪ রান তোলে দক্ষিণ আফ্রিকা। জবাবে ৭ বল বাকি থাকতে জয়সূচক রানে পৌঁছে যায় ভারত। এই ম্যাচ দিয়ে আরও এক শচীনের উত্থান দেখল বিশ্ব। তিনি শচীন দাস। একটুর জন্য শতরান হাতছাড়া হয় তার। ৯৬ রানে আউট হন তিনি। অধিনায়ক উদয় সাহারণের সঙ্গে জুটি বেঁধে পঞ্চম উইকেটে ১৭১ রান যোগ করেন শচীন। এই পার্টনারশিপ ভারতকে খাদের কিনারা থেকে ফেরায়। জয়ের রানে পৌঁছনোর আগেই অবশ্য ফিরে যান দুই সেট ব্যাটার। রাজ লিম্বানির ব্যাটে উইনিং রান আসে। ৮১ রানে আউট হন উদয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন