News71.com
 Bangladesh
 24 Apr 24, 09:11 AM
 24           
 0
 24 Apr 24, 09:11 AM

সফররত কাতার আমিরের নামে ঢাকার একটি গুরুত্বপূর্ণ সড়ক ও পার্কের নামকরন॥

সফররত কাতার আমিরের নামে ঢাকার একটি গুরুত্বপূর্ণ সড়ক ও পার্কের নামকরন॥

নিউজ ডেস্কঃ মধ্যপ্রাচ্যে উত্তেজনা ও সহিংসতা বৃদ্ধির বিষয়ে গভীর উদ্বেগ জানিয়েছে বাংলাদেশ ও কাতার। গতকাল মঙ্গলবার ঢাকায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে আলোচনা করেন এবং উদ্বেগ জানান। মধ্যপ্রাচ্য নিয়ে ঢাকা-দোহার উদ্বেগবৈঠকে উভয় নেতা ফিলিস্তিন সমস্যার টেকসই সমাধানের জন্য বিশ্বনেতাদের কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানান। তাঁরা ফিলিস্তিনের গাজায় যুদ্ধ, বাংলাদেশে আশ্রিত মিয়ানমারের রোহিঙ্গাদের প্রত্যাবাসনসহ আঞ্চলিক ও বৈশ্বিক এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।

কাতারের আমিরের দুই দিনের সফর শেষে গতকাল বিকেলে ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির বৈঠক শেষে দুই দেশের মধ্যে পাঁচটি চুক্তি ও সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। চুক্তিগুলো হলো দ্বৈত কর ও কর ফাঁকি পরিহার, আইনি বিষয়ে সহযোগিতা, সমুদ্র পরিবহন, পারস্পরিক বিনিয়োগ উন্নয়ন ও সুরক্ষা এবং একটি যৌথ ব্যাবসায়িক পরিষদ প্রতিষ্ঠার বিষয়ে। এর বাইরে শ্রমশক্তি, উচ্চশিক্ষা ও বৈজ্ঞানিক গবেষণা এবং কূটনৈতিক প্রশিক্ষণে সহযোগিতাসহ পাঁচটি এমওইউ সই হয়েছে।

উভয় নেতা চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষর এবং কাতারের আমিরের নামে ঢাকার ইসিবি চত্বর থেকে কালশী পর্যন্ত একটি সড়ক এবং মিরপুরে একটি পার্কের উদ্বোধন ও নামকরণ প্রত্যক্ষ করেন। গত জানুয়ারিতে বাংলাদেশে নতুন সরকার গঠন করার পর মধ্যপ্রাচ্য থেকে এটিই প্রথম কোনো রাষ্ট্রীয় সফর। বাংলাদেশ ও কাতারের মধ্যে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৫০ বছর পূর্তি উপলক্ষে এই সফর অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার কাতারের আমিরকে বিমানবন্দরে স্বাগত জানান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন